loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • করোনা-সংক্রমণ বৃদ্ধিতে ঢাকার সঙ্গে সাত জেলার যোগাযোগ বন্ধ

  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে প্রমোশন

  • ইনজুরি সময়ের গোলে ইকুয়েডরকে রুখে দিল ভেনেজুয়েলা

  • ম্যাচ জিতে পুরনো রেকর্ড স্পর্শ করলো ইতালি, হেরেও নকআউটে ওয়েল্স

  • আরও ৫৩,৩৪০টি পরিবারকে বিনামূল্যে ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজা’র টিকা অনুমোদন


যুক্তরাষ্ট্রে ১২-১৫ বছর বয়সীদের জন্য ফাইজা’র টিকা অনুমোদন

যুক্তরাষ্ট্র সোমবার (১০ মে) ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ফাইজা-বায়োএনটেক-এর তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে। এদিকে ভারতে ব্যাপকহারে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া অব্যাহত রয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এর আগে ১৬ বছর এবং তার বেশি বয়সীদের এই টিকা প্রদানের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে আমাদের যুদ্ধের ক্ষেত্রে এটি হচ্ছে আশাপ্রদ অগ্রগতি।’

তবে, জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, ভারতে ছড়িয়ে পড়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটিকে অতি সংক্রামক হতে দেখা যাচ্ছে। আর এটিকে বিশ্বব্যাপী একটি উদ্বেগজনক ভ্যারিয়েন্ট হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। করোনাভাইরাসের এই ভ্যারিয়েন্টকে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। 

২০১৯ সালের শেষের দিকে থেকে এ-পর্যন্ত সারাবিশ্বে করোনায় প্রায় ৩৩ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এর ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় বিশ্বব্যাপী অর্থনীতির চাকা মুখ থুবড়ে পড়েছিল। অন্যদিকে, র‌্যাপিড ভ্যাকসিনেশন কর্মসূচি গ্রহণ করার সুবাদে বিশ্বের সম্পদশালী অনেক দেশ স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া শুরু করেছে।

Loading...