loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সিরিজের শেষ ম্যাচ জিতলো শ্রীলঙ্কা


সিরিজের শেষ ম্যাচ জিতলো শ্রীলঙ্কা

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৬ (পেরেরা ১২০, ধনঞ্জয়া ৫৫*, গুনাথিলাকা ৩৯; শরিফুল ১/৫৬, মিরাজ ০/৪৮, মোসাদ্দেক ০/৩২, তাসকিন ৪/৪৬, মোস্তাফিজ ০/৪৭, সাকিব ০/৪৮)
বাংলাদেশ: ৪২.৩ ওভারে ১৮৯ অলআউট (মোসাদ্দেক ৫১, মাহমুদউল্লাহ ৫৩, মুশফিক ২৮; ধনঞ্জয়া ০/১৪, চামিরা ৫/১৬, বিনুরা ৩৩/১, হাসারাঙ্গা ২/৪৭, রমেশ ২/৪০)
ফলাফল: শ্রীলঙ্কা ৯৭ রানে জয়ী
ম্যাচ-সেরা: দুশমন্থ চামিরা
সিরিজ-সেরা: মুশফিকুর রহিম

বাংলাদেশের ফিল্ডারদের ব্যর্থতা কাজে লাগিয়ে কুশল পেরেরা পেয়েছিলেন শতরান। তাতে তাসকিন আহমেদের দারুণ বোলিং সত্ত্বেও প্রায় ৩০০-ছোঁয়া রান সংগ্রহ করিয়েছিল শ্রীলঙ্কা। সেই চ্যালেঞ্জ তাড়ায় স্বাগতিক ব্যাটসম্যানরা করতে পারেননি তেমন কোনো লড়াই। টাইগারদের অসহায় আত্মসমর্পণে সিরিজের শেষ ওয়ানডেতে বড় ব্যবধানে জিতলো লঙ্কানরা। তাঁদের ডানহাতি পেসার দুশমন্থ চামিরা ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার হলেন ম্যাচ-সেরা।

শুক্রবার (২৮ মে) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ পরাজিত হয়েছে ৯৭ রানে। টস জিতে ব্যাটিংয়ে নামা সফরকারী দলের ৬ উইকেটে ২৮৬ রানের জবাবে তামিম ইকবালের দল ৪২.৩ ওভারে অলআউট হয়েছে ১৮৯ রানে। অবশ্য, প্রথম দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে তামিম অ্যান্ড কোং।

প্রথমবারের মতো কোনো সংস্করণে লঙ্কানদের সিরিজ হারানোর পরে হোয়াইটওয়াশ করার মঞ্চ প্রস্তুত ছিল বাংলাদেশের। কিন্তু ফিল্ডিংয়ের পরে ব্যাটিংয়েও হতাশ করেছেন তাঁরা। বড় কোনো জুটি হয়নি। ব্যাটসম্যানদের মধ্যেও দেখা যায়নি লক্ষ্য পেরিয়ে যাওয়ার যথেষ্ট তাড়না। মাঝে মোসাদ্দেক হোসেন সৈকত হাফসেঞ্চুরি করেছেন। শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশতন শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

এর ফলে, আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজে পূর্ণ ৩০ পয়েন্ট তুলে নেওয়া হয়নি বাংলাদেশের। টাইগারদের সন্তুষ্ট থাকতে হলো আগের দুই ম্যাচের ২০ পয়েন্ট নিয়ে। অন্যদিকে, জয়ের পাশাপাশি ১০ পয়েন্ট নিয়ে সুপার লিগে পয়েন্টের খাতা খুললো লঙ্কানরা। মন্থর ওভার রেটের কারণে দুই পয়েন্ট আগে থেকে কর্তিত থাকায় তাঁদের পয়েন্ট হলো আট।

গত ম্যাচের শুরুতে বাংলাদেশকে ধাক্কা দিয়েছিলেন চামিরা। এদিনও তাঁর তোপে ১০ ওভারের মধ্যে তিন উইকেট হারিয়ে ফেলে টাইগাররা। পাওয়ার প্লে শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ২৯ রান।

লিটন দাসের বদলে একাদশে আসা নাঈম শেখ সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারে জায়গায় দাঁড়িয়ে খেলে স্লিপে ক্যাচ দিয়েছেন তিনি। তাঁর রান দুই বলে এক।

তিন নম্বরে ফেরা সাকিব আল হাসান আগের দুই ওয়ানডেতে রান পেতে ভুগেছিলেন। তাঁর ঘুরে দাঁড়ানো হয়নি এদিনও। স্কয়ায় লেগে রমেশ মেন্ডিসের হাতে ধরা পড়েন তিনি। সাত বলে চার রান এসেছে তাঁর ব্যাট থেকে।

মুশফিকুর রহিমকে নিয়ে বিপর্যয় সামলানোর পরীক্ষা দিতে হতো তামিমকে। তিনি উতরে যেতে পারেনি। তবে, তাঁর আউট নিয়ে ছিল সংশয়। বল তামিমের ব্যাটে লেগেছে, নাকি তাঁর ব্যাট মাটিতে লেগে শব্দ হয়েছে, নাকি দুটোই – তা নিশ্চিত হওয়া যায়নি টিভি রিপ্লেতেও। মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা অবশ্য আউটের সিদ্ধান্ত দিয়ে দিয়েছিলেন। রিভিউ নিয়ে তা না বদলানোতে তামিম মাঠ ছেড়েছেন হতাশা নিয়ে। অধিনায়কের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ১৭ রান।

২৮ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ তাকিয়ে ছিল মুশফিকের দিকে। তিনি অনেকটা সময় নিয়ে থিতু হলেও গত দুই ম্যাচের মতো নায়ক হতে পারেননি। ক্রিজ ছেড়ে বেরিয়ে বড় শট খেলতে গিয়ে তিনি ধরা পড়েন লং অনে। ৫৪ বলে ২৮ রান করা মুশফিককে বিদায় করে ওয়ানডেতে প্রথম উইকেটের দেখা পেয়েছেন অভিষিক্ত রমেশ।

মুশফিক ও মোসাদ্দেক চতুর্থ উইকেটে ৮৩ বলে ৫৬ রান যোগ করার পরে আলাদা হন। এরপর মাহমুদউল্লাহর সঙ্গে মোসাদ্দেক ও আফিফ হোসেনের দুটি জুটি থামে সম্ভাবনা জাগিয়ে। মোসাদ্দেক ৭২ বলে ৫১ রান করেন তিনটি চার ও একটি ছয়ে। রমেশের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। আফিফের ব্যাট থেকে ১৭ বলে ১৬ রান এসেছে।

এরপর আবারও চামিরা ঝাঁকিয়ে দেন বাংলাদেশকে। তিন বলের মধ্যে তিনি বিদায় করেন মেহেদী হাসান মিরাজ ও তাসকিনকে। এঁরা কেউই রানের খাতা খুলতে পারেননি।

একপ্রান্তে থাকা মাহমুদউল্লাহর ব্যাটে দীর্ঘ হয়েছে বাংলাদেশের ইনিংস। শরিফুল ইসলাম ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার হওয়ার পরে মাহমুদউল্লাহ তুলে নেন ফিফটি। স্কুপ করতে গিয়ে তিনি আউট হলে থামে স্বাগতিক দলের ইনিংস।

৬৩ বলে দুই চার ও এক ছয়ে ৫৩ রান করা মাহমুদউল্লাহকে ঝুলিতে পুরে প্রথম ওয়ানডে উইকেটের দেখা পান আরেক অভিষিক্ত বিনুরা ফার্নান্দো। চামিরা নয় ওভারে ১৬ রানে শিকার করেন পাঁচ উইকেট। নিজেদের শেষ পাঁচ উইকেট বাংলাদেশ হারিয়েছে মাত্র ৩১ রানে।

এর আগে তিন দফা লাইফ পেয়ে লঙ্কান অধিনায়ক পেরেরা ১২২ বলে ১২০ রান করেছেন। তাঁর ইনিংসে ছিল ১১ চার ও এক ছয়। তাসকিন নয় ওভারে ৪৬ রানে চার উইকেট শিকার করেছেন।

Loading...