loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর্ড বাই ওয়ালটন’ সোমবার শুরু


‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর্ড বাই ওয়ালটন’ সোমবার শুরু

১২ ক্লাব নিয়ে সোমবার (৩১ মে) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টোয়েন্টি। দেশের শীর্ষ সব ক্রিকেটারকেই পাওয়া যাচ্ছে এবারের আসরে। আগের আট আসরের মতো এবারও প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় থাকছে ওয়ালটন গ্রুপ। রোববার (৩০ মে) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ওয়ালটনের নাম ঘোষণা করা হয়। বিসিবি জানায়, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এই আসরের অফিসিয়াল নাম, ‘বঙ্গবন্ধু ডিপিএল স্পন্সর্ড বাই ওয়ালটন’। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

গত বছর করোনাভাইরাসের কারণে দুই রাউন্ড পরেই স্থগিত হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। লম্বা বিরতির পরে আবার টুর্নামেন্টটি শুরু হচ্ছে ফরম্যাট বদল করে। ওয়ানডের বদলে খেলা হবে টি-টোয়েন্টিতে। সূচি জটিলতার কারণের সঙ্গে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথাও বলছেন আয়োজকরা। 

ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমদ জানান, সোমবার থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। গত বছর করোনার কারণে এক রাউন্ডের পরে লিগ স্থগিত হয়েছিল। এবার সেই লিগটি আবার শুরু হচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে এবার তাঁরা টি-টোয়েন্টি ফরম্যাটে লিগ আয়োজন করেছেন।

এই কর্মকর্তা জানান, করোনাভাইরাসের কারণে জৈব সুরক্ষা বলয়ের কোনো ঘাটতি রাখছেন না তাঁরা। আন্তর্জাতিক সিরিজের মতো প্রটোকল অনুসরণ করা হচ্ছে। সবগুলো দল হোটেলে থাকছে। খেলা ও অনুশীলনে আসার জন্য প্রতি দল আলাদা বাস ব্যবহার করবে। সব বাসের চালককেও পর্যন্ত আলাদা রাখার ব্যবস্থা আছে। আম্পায়ার, ম্যাচ রেফারি সংশ্লিষ্ট সকলেই সুরক্ষা বলয়ে থাকবেন।

সোমবার থেকে সাভারের বিকেএসপির দুই মাঠ ও মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুটি করে হবে ছয়টি ম্যাচ। প্রথমদিন সকাল নয়টায় মিরপুরে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড খেলবে পারটেক্সের বিপক্ষে। একই মাঠে দুপুর দেড়টায় শেখ জামাল ধানমন্ডির প্রতিপক্ষ খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

বিকেএসপির তিন নম্বর মাঠে সকাল নয়টায় ওল্ড ডিওএইচএসের বিপক্ষে নামবে লিজেন্ডস অফ রূপগঞ্জ। দুপুর দেড়টায় ওই মাঠে তামিম ইকবালের প্রাইম ব্যাঙ্কের প্রতিপক্ষ সৌম্য সরকারদের গাজি গ্রুপ ক্রিকেটার্স।

বিকেএসপির চার নম্বর মাঠে সকালে প্রাইম দোলেশ্বর খেলবে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। দুপুরে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।

Loading...