loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ভ্যাট নিবন্ধন নিলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যামাজন


ভ্যাট নিবন্ধন নিলো তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যামাজন

বাংলাদেশে ব্যবসা করার জন্য বিজনেস আইডেন্টিটি নাম্বার (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন নিয়েছে বিশ্বের বড় দুই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গুগল ও অ্যামাজন। নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসেবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এই দুই প্রতিষ্ঠানকে বিআইএন দেওয়া হয়েছে। এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের উপর ১৫ শতাংশ ভ্যাট দেওয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দু’টি।

রোববার (৩০ মে) এনবিআর-এর ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে এই দুই প্রতিষ্ঠানকে বিআইএন দেওয়া হয়েছে। বাংলাদেশে এই দুই প্রতিষ্ঠানের কনসালটেন্ট প্রাইসওয়াটারহাউসকুপারসকে নিবন্ধনের কপি হস্তান্তর করা হয়।

তিনি বলেন, গুগল ও অ্যামাজান বিআইএন নেওয়ায় আশা করছি ফেসবুক, ইউটিউবসহ অন্যান্য প্রতিষ্ঠান বিআইএন নিতে আগ্রহী হবে।

তিনি আরও জানান, কোম্পানি দু’টি স্থানীয় পরামর্শক অথবা স্থানীয় এজেন্ট নিয়োগের মাধ্যমে রিটার্ন জমা দিতে পারবেন। এছাড়া, বিদেশে অবস্থিত বাংলাদেশি ব্যাংক কিংবা স্থানীয় এজেন্ট নিয়োগের মাধ্যমে করের টাকা জমা দিতে পারবেন।

Loading...