loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার


ফরাসি ওপেন থেকে সরেই দাঁড়ালেন ফেদেরার

আগেই আভাস দিয়েছিলেন রজার ফেদেরার; আর চূড়ান্ত ঘোষণা দিতেও বেশি দেরি করলেন না। আসন্ন উইম্বলডনে অংশ নেওয়ার লক্ষ্যটি মাথায় রেখে ফরাসি ওপেন থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি এই টেনিস তারকা। শরীরের উপর বাড়তি ধকলের বিষয়টিও তাঁর সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

রোববার (৬ জুন) ফরাসি ওপেনের আয়োজকদের প্রকাশিত এক বিবৃতিতে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ৩৯ বছর বয়সী ফেদেরার। বিবৃতিতে ২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সুইজারল্যান্ডের এই খেলোয়াড় বলেছেন, ‘আমার দলের সঙ্গে আলোচনার পরে সিদ্ধান্ত নিয়েছি যে, আজ (রোববার) ফরাসি ওপেন থেকে আমি সরে দাঁড়াচ্ছি।’

সাম্প্রতিক সময়ে ইনজুরির সঙ্গে লড়াই করা ফেদেরার আরও বলেছেন, ‘হাঁটুতে দুটি অস্ত্রোপচার ও এক বছরের বেশি সময় পুনর্বাসনের পরে আমার শরীর কি বলছে – তা শোনা এবং কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য তাড়াহুড়া না করাটা গুরুত্বপূর্ণ।’

রোলাঁ গারোঁর তৃতীয় রাউন্ডে জেতার পরে ফেদেরার জানিয়েছিলেন, আঘাত-আতঙ্কে সরে দাঁড়ানোর ব্যাপারে চিন্তা করছেন তিনি। জার্মানির ডমিনিক কোয়েপেফেরকে ৩-১ সেটে হারান তিনি। ৩ ঘণ্টা ৩৫ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৬ (৭/৫), ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/৪) ও ৭-৫ গেমে জিতে শেষ ষোলোয় নাম লিখিয়েছিলেন তিনি।

গত বছর দুই দফা হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়েছিল ফেদেরারের। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে এবারের ফরাসি ওপেনে ফেরেন রজার। গত ১৬ মাসের মধ্যে এটাই ছিল তাঁর প্রথমবারের মতো কোনো গ্র্যান্ডস্ল্যাম টুর্নামেন্টে অংশগ্রহণ।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে গত বছরের উইম্বলডন বাতিল করা হয়েছিল। এবারের টুর্নামেন্টটি কোর্টে গড়াবে আগামী ২৮ জুন।

Loading...