loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

তিন ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব


তিন ম্যাচ নিষিদ্ধ হলেন সাকিব

ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির ম্যাচে মাঠে বিতর্কিত আচরণের জন্য নিষিদ্ধ হলেন সাকিব আল হাসান। প্রতিযোগিতাটিতে মোহামেডানের পরের তিন ম্যাচে খেলা হবে না বাঁহাতি এই অলরাউন্ডারের।

ঘটনার পরেরদিন শনিবার (১২ জুন) সন্ধ্যায় বিবৃতি দিয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস আচরণবিধি ভাঙায় মোহামেডান অধিনায়ককে তিন ম্যাচ নিষিদ্ধ করার কথা জানায়। সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাঁকে।

চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ভালো অবস্থায় থাকার পরও ম্যাচ চলাকালীন দু’বার মেজাজ হারান সাকিব। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪৫ রান করে মোহামেডান। এরপর ২১ রানের মধ্যে আবাহনীর ৩ উইকেট তুলে নিয়েছিলো মোহামেডান।

তবে আবাহনীর ইনিংসে প্রতিপক্ষে অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লুর আবেদন আম্পায়ার ইমরান পারভেজ নাকচ করে দিলে, মেজাজ হারিয়ে স্টাম্পে লাথি মারেন সাকিব।

পরের ওভারে বৃষ্টির কারনে আম্পায়াররা ম্যাচ বন্ধ রাখার সিদ্বান্ত নিলে, আবারো মেজাজ হারান সাকিব। নন-স্ট্রাইক প্রান্তে তেড়ে এসে তিনটি স্টাম্পই তুলে ছুঁড়ে মারেন তিনি। পরে স্টাম্প ঠিক করেছিলেন।

পরে ড্রেসিংরুমে যাবার সময় আবাহনীর কোচ ও বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের সাথে তর্ক-বিতর্কে জড়ান সাকিব। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে উভয় দলের খেলোয়াড় এবং কর্মকর্তারা তাঁকে শান্ত করেন।

পরে খেলাটি আবার শুরুর আগে আবাহনীর ড্রেসিংরুমে গিয়ে বিষয়টি সমাধান করেন সাকিব।

ম্যাচের পরে নিজের অফিসিয়াল ফেইসবুক পেইজে একটি বিবৃতি দিয়ে ভক্তদের কাছে ক্ষমাও চান সাকিব। অনুতপ্ত হয়ে তিনি লিখেছেন, ‘প্রিয় ভক্ত ও অনুসারীরা, আমি ক্ষমা চাচ্ছি, আমার মেজাজ হারানোর জন্য এবং ম্যাচটা সবার জন্য শেষ করে দেওয়ায়, বিশেষত যাঁরা ঘরে থেকে খেলাটা দেখছিলেন। আমার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের এভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।’

‘কিন্তু মাঝেমধ্যে কিছু-কিছু মতবিরোধে দুর্ভাগ্যজনকভাবে এটা ঘটে যায়। আমি আমার দল, ম্যানেজমেন্ট, টুর্নামেন্ট অফিসিয়াল এবং আয়োজক কমিটির কাছে এই মানবীয় ভুলের জন্য ক্ষমা চাইছি। আশা করছি, ভবিষ্যতে এটার পুনরাবৃত্তি হবে না। ধন্যবাদ এবং সবার জন্য ভালোবাসা।’

এর আগে চলমান ডিপিএল চলাকালীন জৈব-সুরক্ষা বলয়ের নিয়ম লঙ্ঘন করা সত্ত্বেও সাধারণ সতর্কবার্তা পেয়েছিলেন সাকিব। কারণ, বিসিবি ইনডোর অনুশীলন মাঠে ব্যক্তিগত প্রশিক্ষণে নিজের ক্রিকেট একাডেমি থেকে দু’জন অতিরিক্ত নেট বোলারকে ব্যবহার করেছেন সাকিব।

বিতর্কের জন্ম এই প্রথম দেননি সাকিব। টিভি ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করার কারণে ২০১৪ সালে ছয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। এছাড়াও স্টেডিয়ামের দর্শকদের মারধর এবং ছাড়পত্র ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার মতো কাজও করেছিলেন তিনি।

২০১৯ সালে আইসিসি কর্তৃক নিষেধাজ্ঞাও পান সাকিব। জুয়াড়ির তথ্য গোপন করার কারনে তাঁকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিলো আইসিসি। এ-বছর শুরুর দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আবারো জাতীয় দলের জার্সিতে খেলতে নামেন সাকিব।

Loading...