loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু


প্যারাগুয়েকে টাইব্রেকারে হারিয়ে সেমিতে পেরু

প্যারাগুয়েকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে পেরু। শুক্রবার (২ জুলাই) নির্ধারিত ৯০ মিনিটের খেলা ৩-৩ গোলে ড্র হওয়ায় টাইব্রেকারে নির্ধারিত হয়েছে জয়-পরাজয়।

পেনাল্টি থেকে পেরুর হয়ে ফলাফল-নির্ধারণী গোলটি করেছেন মিগুয়েল ট্রাউচো। এর আগে দুটি শট ক্রসবারের উপর দিকে এবং তিনটি শট প্রতিহত হওয়ায় নাটকীয়তার জন্ম হয়েছিল টাইব্রেকারেও। পেরুর গোলরক্ষক আলবার্তো এস্পিনোলাসের শট ঠেকিয়ে দিয়ে মূলত টাউচোর জন্য জয়ের মঞ্চটি প্রস্তুত করে দিয়েছিলেন।

এদিন ম্যাচের একাদশ মিনিটে গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন অধিনায়ক গুস্তাভো গোমেজ। তবে, একবিংশ মিনিটে গোলটি পরিশোধ করে পেরুকে সমতায় ফিরিয়ে আনেন জিয়ানলুকা ল্যাপাডুলা। ৪০ মিনিটে ফের গোল করে পেরুকে এগিয়ে দেন তিনি।

বিরতির আগমুহুর্তে গোমেজ লালকার্ড দেখে মাঠ ছাড়লে হাতাশা নেমে আসে প্যারাগুয়ে শিবিরে। কিন্তু বিরতি থেকে ফিরেই ৫৪ মিনিটে গোল করে ফের দলকে ২-২ গোলের সমতায় ফিরিয়ে আনেন জুনিয়র আলন্সো।

৮০তম মিনিটে ইয়সিমার ইয়তুন গোল করে আরেকবার এগিয়ে দেন পেরুকে। কিন্তু ৮৪তম মিনিটে আন্দ্রে ক্যারিলো লালকার্ড দেখলে পেরুভিয়ানরাও পরিণত হয় ১০ জনের দলে। এই সুযোগে ম্যাচের শেষ মিনিটে গোল করে প্যারাগুয়েকে আরেকবার সমতায় ফিরিয়ে আনেন গাব্রিয়েল আভালোস। ফলে, ম্যাচটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়।

সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিলের মোকাবেলা করবে পেরু। শুক্রবার অনুষ্ঠিত আরেক কোয়ার্টার-ফাইনালে ব্রাজিল ১-০ গোলে হারিয়েছে চিলিকে।

শনিবার (ব্রাজিলের সময়) আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনাল পর্ব। এর আগে ওই দিন উরুগুয়ে লড়বে কলম্বিয়ার বিপক্ষে।

Loading...