loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

দেশে করোনায় আবার একদিনে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড


দেশে করোনায় আবার একদিনে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড

বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) গত ২৪ ঘন্টায় একদিনে রেকর্ডসংখ্যক ২৪৭ জন মারা গেছেন। এর আগে, গত ১৯ জুলাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল। সেদিন ২৩১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ জন ১৪১ ও নারী ১০৬ জন। এ-নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৯,৫২১। এদিকে, ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছেন এ-পর্যন্ত সর্বোচ্চ ১৫,১৯২ জন।

সোমবার (২৬ জুলাই) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা-শনাক্ত বিবেচনায় মৃত্যুর বর্তমান হার ১.৬৫ শতাংশ। গত ২৪ জুলাই থেকে মৃত্যুর হার একই রয়েছে। এখন পর্যন্ত যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের মধ্যে পুরুষ ১৩,৩৪০ জন; ৬৮.৩৪ শতাংশ এবং নারী ৬,১৮১ জন; ৩১.৬৬ শতাংশ।

গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী দুইজন, ২১ থেকে ৩০ বছর বয়সী তিনজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১৬ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩০ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৫৯ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৭৩ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৪৫ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী ১৭ জন এবং ৯১ থেকে ১০০ বছর বয়সী দুইজন রয়েছেন।

২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, রাজশাহী বিভাগে ২১ জন, খুলনা বিভাগে ৪৬ জন, বরিশাল বিভাগে ১২ জন সিলেট বিভাগে ১৪ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং ময়মনসিংহে পাঁচজন রয়েছেন। এর মধ্যে ১৬৫ জন সরকারি, ৫৫ জন বেসরকারি হাসপাতালে, ২৬ জন বাসায় মারা গেছেন এবং একজনকে মৃতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

গত ২৪ ঘন্টায় ৫০,৯৫২ জনের নমুনা পরীক্ষা করে ২৯.৯২ শতাংশ লোকের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এর আগের দিন ৩৭,৫৮৭ জনের নমুনা পরীক্ষায় ১১,২৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল (শনাক্তের হার ৩০.০৪ শতাংশ)।

ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ২১,৬০৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ৬,০৪০ জন। ঢাকায় শনাক্তের হার ২৭.৯৫ শতাংশ। এর আগের দিন এই জেলায় ১১,৪০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ৩,৪৫৫ জন (৩০.২৯ শতাংশ)। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৬ জন। আগের দিন মারা গিয়েছিলেন ৪১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ-পর্যন্ত মোট ৭৫ লাখ ৬ হাজার ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ১১ লাখ ৭৯ হাজার ৮২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ-পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.৭২ শতাংশ।

এদিকে দেশে সুস্থ মানুষের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১১,০৫২ জন। আগের দিন সুস্থ হয়েছিলেন ১০,৫৮৪ জন। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ৯ হাজার ৯৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার বর্তমান হার ৮৫.৬০ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮৫.৭৭ শতাংশ।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৩,৩১৬ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৭,৯৭২ জনের।

Loading...