loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

সিডনিতে আরও চার সপ্তাহের লকডাউন


সিডনিতে আরও চার সপ্তাহের লকডাউন

অস্ট্রেলিয়ার সিডনিতে লকডাউন আরও চার সপ্তাহ বাড়ানো হয়েছে। বুধবার (২৮ জুলাই) কর্তৃপক্ষ এক ঘোষণায় এ-কথা জানায়। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ করোনা-সংক্রমণের ঊর্ধ্বগতি এবং টিকা দেওয়ার ধীর গতির কথা উল্লেখ করেছে। সিডনিতে চলমান পাঁচ সপ্তাহের লকডাউন ৩০ জুলাই শেষ হবে। নতুন ঘোষিত বিধি নিষেধ ২৮ অগাস্ট পর্যন্ত চলবে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

নিউ সাউথ ওয়েল্স রাজ্যের প্রধানমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান লকডাউনের সময় আরও বাড়ানো প্রসঙ্গে বলেছেন, ‘আমরা আমাদের লোকজনকে নিরাপদ রাখতে চাচ্ছি। কারণ, যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন আগের অবস্থানে ফিরে যাওয়া নিশ্চিত করতে পারি।’

সিডনিতে নতুন করে ১৭৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত মধ্য জুনে একজন আন্তর্জাতিক ফ্লাইট ক্রু’র মাধ্যমে সিডনিতে করোনার ডেল্টা-সংক্রমণ নতুন করে শুরু হয়।

এদিকে দেশটিতে টিকা দেওয়ার গতি বেশ ধীর। এ-পর্যন্ত প্রায় ১৩ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে হয়েছে বলে সংবাদে প্রকাশ।

অষ্ট্রেলিয়ার মোট জনসংখ্যা আড়াই কোটি। করোনায় এ-পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ হাজারেরও বেশি লোক। মৃত্যু হয়েছে ৯২১ জনের।

Loading...