loader image for Bangladeshinfo

ব্রেকিং নিউজ

  • যুক্তরাজ্যের ভ্রমণ লাল-তালিকায় আর নেই বাংলাদেশ

  • নভেম্বর থেকে ইউএস-বাংলার ঢাকা-মালে ফ্লাইট শুরু

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে ৫ অক্টোবর

  • ছয় ঘণ্টা নয়, চার ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

  • টেকসই ভবিষ্যত নিশ্চিতে প্রধান অর্থনীতির দেশগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী

আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে


আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামী রোববার (১ অগাস্ট) ও বুধবার (৪ অগাস্ট) দেশের সব ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া, আগামী সপ্তাহের সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার এই তিন দিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রোববার ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। সপ্তাহটির অন্যান্য কর্মদিবসে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন হবে। এর আগে চলমান বিধিনিষেধে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত লেনদেনের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল।

Loading...