loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন জারি


অস্ট্রেলিয়ার ব্রিসবেনে লকডাউন জারি

অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম ব্রিসবেন শহর ও কুইন্সল্যান্ডের অন্যান্য অংশে শনিবার (৩১ জুলাই) থেকে লকডাউন শুরু হয়েছে। ডেল্টা ধরনের করোনা-সংক্রমণের কারণে তিন দিনের এই লকডাউন জারি করা হয়েছে। রাজ্যের ডেপুটি প্রধানমন্ত্রী স্টিভেন মাইল্স বলেছেন, নগরী ও আশেপাশের এলাকার লাখ লাখ বাসিন্দাকে শনিবার থেকে ঘরেই অবস্থান করতে হবে। তিনি বলেন, ডেল্টা ধরন মোকাবেলার একমাত্র পথ – দ্রুত পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করা। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

কঠোরতম এই লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন, যেমন – নিত্যপণ্য ক্রয় ও ব্যায়ামের জন্য ছাড়া কেউ ঘরের বাইরে যেতে পারবেন না।

শনিবার ডেল্টা ধরণের করোনায় নতুন করে ছয়জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে, করোনা নিয়ন্ত্রণে সিডনি ও এর আশেপাশের এলাকায় লকডাউনের পাঁচ সপ্তাহ শেষ হয়েছে। সিডনিতে শনিবার ২১০ জন নতুন করে সংক্রমিত হয়েছে। তবে, এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় সামান্য কম।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ৮০ শতাংশ লোককে টিকা না দেওয়া পর্যন্ত সরকার সীমান্ত খুলবে না এবং বিধি-নিষেধও তুলে নেবে না।

Loading...