loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ প্রতিরোধে বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী ৭ অগাস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে করোনার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে; এতে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। এমনকি কারো জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলেও বিশেষ ব্যবস্থায় টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী শনিবার (৩১ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান গ্রহণ শেষে এ-সব কথা বলেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাহিদ মালেক বলেন, বয়স্করা যদি শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়েও টিকাদান কেন্দ্রে আসেন, তাঁদের টিকা দেওয়া হবে। যদি কারো কোনো আইডি কার্ডও না থাকে, তবে বিশেষ ব্যবস্থায় তাঁদের টিকা দেওয়া হবে।  কারণ, করোনাভাইরাসে বয়স্করাই বেশি আক্রান্ত হচ্ছেন। তাঁরাই বেশি মারা যাচ্ছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ৭ অগাস্ট থেকে দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এজন্য, প্রতিটি ইউনিয়ন পরিষদে করোনা-টিকা দেওয়ার কেন্দ্র করা হবে। একটি কেন্দ্রে তিনটি বুথ থাকবে। সারাদেশে এক সপ্তাহে এক কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন, এ-পর্যন্ত ২ কোটি ৩৯ লাখ করোনা টিকা আমরা পেয়েছি। এখন পর্যন্ত এক কোটি ৩০ লাখ টিকা দেওয়া হয়েছে। অবশিষ্ট রয়েছে ১ কোটি ২১ লাখ ৮৯ হাজার টিকা। আগামী মাসে অ্যাস্ট্রাজেনেকার আরও ৩৪ লাখ টিকা বাংলাদেশে আসবে বলেও জানান মন্ত্রী। এ-সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ শনিবার কোভ্যাক্স কাঠামোর আওতায় জাপানের কাছে থেকে ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা গ্রহণ করেছে। এটা দেশটির বাংলাদেশকে দেয়া প্রতিশ্রুত ৩০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় চালান। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানে প্রস্তুতকৃত অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিনের এই চালানটি বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতোর কাছ থেকে গ্রহণ করেন। বিকেল তিনটার দিকে এএনএ’র একটি পরিবহন ফ্লাইটে করে টিকাগুলো বাংলাদেশে পৌঁছেছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এ-সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

কোভ্যাক্স হলো – সবার জন্য সমানভাবে কোভিড-১৯ ভ্যাকসিন নিশ্চিতের লক্ষ্যে গ্যাভি, দি ভ্যাকসিন অ্যালাইয়েন্স পরিচালিত একটি বৈশ্বিক মৈত্রীজোট।

Loading...