loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

প্রথমবার অলিম্পিক নারী হকির সেমিফাইনালে ভারত


প্রথমবার অলিম্পিক নারী হকির সেমিফাইনালে ভারত

প্রথমবারের মতো অলিম্পিক গেমসের নারী হকির সেমিফাইনালে উঠেছে ভারত। সোমবার (২ অগাস্ট) তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে একমাত্র গোলে পরাজিত করে ভারতীয় নারী দলটি এই কৃতিত্ব অর্জন করে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

মাত্র একদিন আগেই কোয়ার্টার-ফাইনালে যুক্তরাজ্যকে ৩-১ গোলে পরাজিত করে দীর্ঘ ৪৯ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে পুরুষদের সেমিফাইনালে উত্তরণ নিশ্চিত করেছে ভারত। ১৯৭২ সালের মিউনিখ গেমসে সর্বশেষ শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল ভারতীয় হকি দল। সেই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল। 

কিন্তু এবার পুরুষদের পাশাপাশি বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল হিসেবে ভারতীয় নারী হকি দলটিও দারুন এক পারফরমেন্সের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমান দিয়েছেন। অথচ বিশ্বের দুই নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনকিছুই ভারতের অনুকুলে ছিলনা। ড্র্যাগ-ফ্লিকার গুরজিত কর ভারতের একমাত্র পেনাল্টি কর্ণার থেকে ২২ মিনিটে জয়সূচক গোলটি করেন। আর এই গোল আর শোধ করতে পারেনি হকিরুসরা। 

এর আগে ১৯৮০ সালে মস্কো গেমসে ভারত ছয় দলের মধ্যে চতুর্থ হয়েছিল – যা এতদিন পর্যন্ত অলিম্পিকে তাঁদের সেরা অর্জন ছিল। ঐ আসর থেকেই অলিম্পিকে নারীদের হকি ইভেন্ট প্রবর্তিত হয়। 

আগামী বুধবার রামি রামপালের নেতৃত্বাধীন ভারত সেমিফাইনালে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হবে।

Loading...