loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

বিমান ২২ অগাস্ট থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালু করবে


বিমান ২২ অগাস্ট থেকে ভারতে পুনরায় ফ্লাইট চালু করবে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভারতের সঙ্গে বিমান-চলাচল চুক্তির আওতায় ২২ অগাস্ট থেকে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চলবে রোববার ও বুধবার এবং ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চলবে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ অগাস্ট) এ-তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বুধবার আশা প্রকাশ করেছেন, ২০ অগাস্ট নাগাদ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল চুক্তির অধীনে আকাশ পথে যোগাযোগ স্থাপিত হবে। ড. মোমেন বলেন, বাংলাদেশের অনুরোধে যাত্রীদের চলাচলের সুবিধার কথা চিন্তা করে ভারত পুনরায় বিমান চলাচল শুরুর ব্যাপারে সম্মত হয়েছে।

এর আগে, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (সিএএবি) ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরকে (ডিজিসিএ) এক চিঠিতে উভয় দেশের মধ্যে প্রতি সপ্তাহে ২১টি ফ্লাইট চলাচলের প্রস্তাব পাঠিয়েছিল।

দুই দেশের মধ্যে গত বছর স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তির আওতায়, কোভিড-১৯ অতিমারি চলাকালে নির্দিষ্ট বিধিনিষেধ মেনে বাংলাদেশ ও ভারতের এয়ারলাইন্স আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করতে পারবে।

Loading...