loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ড্যাফোডিল স্মার্ট সফ্টঅয়্যার সলিউশন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু


ড্যাফোডিল স্মার্ট সফ্টঅয়্যার সলিউশন-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের জন্য আইপিডি, ওপিডি, পেশেন্ট, ডক্টরস, নার্সিং, ট্রিটমেন্ট, বিলিং, হসপিটাল ফাইনান্স, ব্ল্যাড ব্যাংক, অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার, ফ্লিট, ফার্মেসি, এমপ্লয়ি ইত্যাদি ম্যনেজমেন্ট সলিউশন নিয়ে তৈরি করা হয়েছে ‘স্মার্ট হসপিটাল’ নামে হসপিটাল ও ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সফ্টওয়্যার, যার এআই এজেন্ট তেরেসা। এই সলিউশনের মাধ্যমে এআইভিত্তিক হেল্থ রিপোর্ট পাওয়া যাবে। প্রত্যেকটি সলিউশনে থাকছে ম্যানেজমেন্ট স্মার্ট বোর্ড নামে একটি বিশেষ মডিউল, যার মাধ্যমে ম্যানেজমেন্ট খুব সহজেই কোম্পানির প্রত্যেকটি বিভাগের রানিং স্ট্যাটাস দেখতে পারবে ও সমাধান দিতে পারবে। কর্মীগণ খুব সহজেই তাঁদের প্রজেক্ট ও কাজগুলো সুন্দরভাবে এন্ট্রি করে রাখতে পারবে।

সোমবার (২৩ অগাস্ট) ভার্চুয়াল গেট প্ল্যাটফর্মের মাধ্যমে ’ড্যাফোডিল স্মার্ট সলিউশন’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নূরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল কম্পিউটার্স-এর সিটিও আলাউদ্দিন আজাদ, মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী ও ড্যাফোডিল সফ্টওয়্যার-এর বিপণন প্রধান রিয়াজউদ্দিন আহমেদ। বিএসডিআই-এর নির্বাহী পরিচালক কে এম হাসান রিপন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের ফেইসবুক পেইজ ও ক্যাম্পাস টিভি থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এই মহামারির মধ্যে গত ১৭-১৮ মাস বিশ্বে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হলেও প্রযুক্তির জয়যাত্রা থেমে নেই। ইতোমধ্যে জীবনযাপনের প্রায় প্রতিটি অংশই রূপান্তরিত হয়েছে ডিজিটাল মাধ্যমে। এর ধারাবাহিকতা বজায় রেখেই ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের সুদক্ষ আইটি টিম এই তিনটি সফ্টঅয়্যার সলিউশন তৈরি করেছে, যাতে শিক্ষা, স্বাস্থ্য ও কর্পোরেট প্রতিষ্ঠানগুলো খুব সহজেই ডিজিটালাইজড হতে পারে।

তিনি নিজে ড্যাফোডিল ফ্যামিলির একজন সিইও হিসেবে স্মার্টবিজনেস ২৪ সফ্টওয়্যারটি দিয়ে কিভাবে খুব সহজেই প্রায় ৪২টি কোম্পানি পরিচালনা করতে পারেন, তার একটি ডেমো উপস্থাপন করেন। অনুষ্ঠানে ড্যাফোডিল কম্পিউটার্স-এর সিটিও আলাউদ্দিন আজাদ জানান, হালনাগাদ সব প্রযুক্তি ব্যবহার করে ও এআই ফিচার নিয়ে তৈরি করা হয়েছে এই সফ্টঅয়্যার সলিউশনগুলো। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে যেকোনো স্মার্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীরা এগুলোতে খুব সহজেই কাজ করতে পারবে।

ব্যবহারকারীদের সুবিধার্থে প্রত্যেকটি সফ্টঅয়্যারের জন্য রয়েছে আলাদা ভিডিও টিউটোরিয়াল।

ড্যাফোডিল স্মার্ট সলিউশন্স প্ল্যাটফর্মটির বিষয়ে ড্যাফোডিল কম্পিউটারের হেড অফ মার্কেটিং (সফ্টওয়্যার) রিয়াজউদ্দিন আহমেদ বলেন, এই সলিউশনগুলো SaaS (Software as a service)-ভিত্তিক ও লাইসেন্সভিত্তিক – দুইভাবেই বিশ্বের যেকোনো প্রান্ত থেকে একজন ক্লায়েন্ট সেবা নিতে পারবেন। SaaSভিত্তিক সেবায় লাগবে না কোনো হার্ডওয়ার, সার্ভার বা অন্যান্য ভারি টাঞ্জিবল অবকাঠামো। তিনি আরও বলেন, এই সলিউশন ব্যবহারে কাজের প্রসেস অনেক সহজতর হবে; ফলে, কোম্পানির আয় বেড়ে যাবে।

তিনি জানান, সবগুলো সফ্টওয়্যারের সাথে থাকছে কিছু ইন্টিগ্রেটেড ফ্রি মডিউল, যেমন – রেডি ওয়েবসাইট বিল্ডিং টুল্স, ই-মেইল মার্কেটিং টুল্স অ্যান্ড টেম্পলেট, এসএমএস মার্কেটিং সিস্টেম, সিআরএমসহ আরও অনেক কিছু।

দেশের সার্বিক শিক্ষাখাতে, স্বাস্থ্যসেবায় ও কর্পোরেট খাতে ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড-এর মহাব্যবস্থাপক জাফর আহমেদ পাটোয়ারী।

সফ্টঅয়্যারগুলো পেতে ভিজিট করতে হবে নিচের ওয়েবসাইটগুলোতে:

১. শিক্ষাঃ https://edu.daffodil.family

২. স্বাস্থ্যঃ https://health.daffodil.family

৩. কর্পোরেটঃ https://erp.daffodil.family

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে এই নম্বরে:  +৮৮ ০১৭১৩-৪৯৩০২৬ এবং ০১৮১১-৪৫৮৮২৫

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...