loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা


বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

তামিম ইকবাল নিজেকে সরিয়ে নেওয়ার পরে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল অনেকটা অনুমিতই ছিল; বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা – সেটিও সম্পন্ন হলো। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঘোষিত টাইগারদের বিশ্বকাপ দলে নেই তেমন কোনো চমক। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে খেলা ক্রিকেটারদের থেকেই বেছে নেওয়া হয়েছে সেরা ১৫ জনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন।

দলে রাখা হয়েছে চারজন বিশেষজ্ঞ পেস বোলার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে জায়গা পেয়েছেন – শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। আছেন সাকিব আল হাসানসহ তিনজন বিশেষজ্ঞ স্পিনার। বাকিরা হলেন – নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। অনিয়মিত স্পিনার ধরলে বিকল্প থাকছে আরও তিনটি – অধিনায়ক মাহমুদউল্লাহ, সঙ্গে আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি।

১৫ সদস্যের দলের আটজনই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন। এঁরা হলেন – লিটন দাস, নাঈম শেখ, আফিফ, শামীম, শেখ মেহেদী, নাসুম, সাইফউদ্দিন ও শরিফুল। এর মধ্যে শামীম ও শরিফুল গত বছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বাংলাদেশ যুব দলের সদস্য ছিলেন।

মূল দলের সঙ্গে অতিরিক্ত হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লব।

ওমানে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপে বাংলাদেশ খেলবে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও স্বাগতিক দেশের বিপক্ষে। এই বাধা পেরিয়ে যেতে পারলে সংযুক্ত আরব আমিরাতে ‘সুপার টুয়েলভ’ রাউন্ডে অংশ নেবেন রাসেল ডমিঙ্গোর শিষ্যরা। সেখানে তাঁদের প্রতিপক্ষ হবে – ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপ থেকে উঠে আসা একটি দেশ।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল

মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ। 

তালিকায় অতিরিক্ত রয়েছেন: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

Loading...