loader image for Bangladeshinfo

শিরোনাম

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাবদাহের সতর্কতা জারি

  • সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগের সংশোধিত ফলাফল প্রকাশিত

  • অভিনেতা ওয়ালিউল হক রুমি আর নেই

  • এফএ কাপে টাইব্রেকারে জিতে ফাইনালে ম্যানইউ

  • ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল

অভিনন্দনে ভাসছেন টেনিসের নতুন রানি রাদুকানু


অভিনন্দনে ভাসছেন টেনিসের নতুন রানি রাদুকানু

২০২১ ইউএস ওপেন-এর ফাইনালে শনিবার (১১ সেপ্টেম্বর) সরাসরি সেটে ১৯ বছর বয়সী ফার্নান্দেজকে হারিয়েছে টেনিসের নতুন তারকা ১৮ বছর বয়সী কিশোরী এমা রাদুকানু। এর মধ্য দিয়ে ৪৪ বছর পর প্রথম ব্রিটিশ নারী হিসেবে গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জয় করে ইতিহাস গড়লেন তিনি। এই অর্জনের পরে কিশোরী খেলোয়াড়টি ভাসছেন অভিনন্দনের জোয়ারে। খোদ ব্রিটেনের রানি এলিজাবেথ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

রানি এলিজাবেথ অভিনন্দন জানিয়ে বলেছেন, তোমার সাফল্যে আমি তোমাকে অভিনন্দন জানাই। এমন অল্প বয়সে এটা স্মরণীয় এক অর্জন। এটা তোমার কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তিরই প্রতিফলন। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জন্সন আগেই বলেছিলেন, রাদুকানুর জন্য সারাদেশ চিৎকার করবে। এবার ব্রিটেনের জয় শেষে তিনি টুইট করেছেন, কি উত্তেজনাপূর্ণ ম্যাচ! এমা রাদুকানুকে অনেক অনেক অভিনন্দন। তুমি অনন্য সাধারণ দক্ষতা, ধৈর্য্য ও সাহস দেখিয়েছো। আমরা তোমার জন্য গর্বিত।

Loading...