loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের


রোমাঞ্চকর জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জর্ডান হেন্ডারসনের দুর্দান্ত গোলে এসি মিলানকে ৩-২ ব্যবধানে  পরাজিত করে চ্যাম্পিয়ন্স লিগ শুরু করেছে লিভারপুল।

ইতালির এসি মিলানের বিপক্ষে ৩-২ ব্যবধানে জয় লাভ করলো ইংলিশ ক্লাব লিভারপুল। এতে, ঘরের মাঠে বুধবার (১৫ সেপ্টেম্বর) ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা ভালোই হলো অল রেডসদের। এসি মিলানের হয়ে গোল করেছেন অ্যান্টি রেবিচ ও ব্রাহিম দিয়াজ। লিভারপুলের পক্ষে গোল পেয়েছেন মোহাম্মদ সালাহ ও জর্ডান হেন্ডারসন।

এদিন অ্যানফিল্ডে প্রথম থেকেই এসি মিলানকে চেপে ধরেছিল অল রেড্সরা। একের পর এক আক্রমণ করে নবম মিনিটে গোলের দেখা পায় দলটি। সালাহর সঙ্গে পাস দেওয়া-নেওয়ার এক পর্যায়ে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করে ডি-বক্স থেকে শট নেন ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। সফরকারী দলের ডিফেন্ডার ফিকায়ো তোমোরি বল আটকাতে গেলে উল্টো গোল হয়ে যায়।

আত্মঘাতী গোলে এগিয়ে থাকা লিভারপুলকে প্রথমার্ধের শেষ মুহূর্তে পরপর দুই গোল করে কোণঠাসা করে ফেলে এসি মিলান। ৪২তম মিনিটে রেবিচের গোলে সমতায় ফেরে মিলান। দুই মিনিট পরেই ব্রাহিম দিয়াজ দলকে এগিয়ে নেন। হার্নান্দেজের শট রাবর্টসন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে অল রেড্সদের জালে বল স্পর্শ করান এই স্প্যানিশ ফরোয়ার্ড।

৫০তম মিনিটে সালাহর গোলে সমতায় ফেরে লিভারপুল। ডিভক অরিগি কাছ থেকে পাওয়া পাস কাজে লাগিয়ে দারুণ এক শটে প্রতিপক্ষের জাল খুঁজে নেন এই মিশরিয় ফরোয়ার্ড।

৬৯তম মিনিটে দলকে আবার এগিয়ে নিয়ে যান জর্ডান হেন্ডারসন। ভলিতে প্রতিপক্ষের গোলপোস্টে সহজেই বল প্রবেশ করান তিনি।

পরে আর কোনো গোল না হলে জয় নিয়েই মাঠ ছেড়েছেন ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

গ্রুপের অপর ম্যাচে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো গোলশূন্য ড্র করেছে লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে।

Loading...