loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

নয় গোলের ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়


নয় গোলের ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়

হ্যাটট্রিক করে দলকে রক্ষা করতে পারলেন না ফরাসি মিডফিল্ডার ক্রিস্টোফার এনকুন্কু। বুধবার (১৫ সেপ্টেম্বর) ইতিহাদ স্টেডিয়ামে নয় গোলের রোমাঞ্চকর ম্যাচে আর বি লাপজিগের বিপক্ষে শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানের জয় নিয়ে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি।

নয় গোলের নাটকীয় এক ম্যাচে দুর্দান্ত জয় পেলো ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে বুধবার (১৫ সেপ্টেম্বর) জার্মান ক্লাব আর বি লাইপজিগ-এর মুখোমুখি হয়েছিল ম্যানসিটি। রোমাঞ্চকর এই ম্যাচে শেষ পর্যন্ত ৬-৩ গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে সিটি।

লাইপজিগ-এর হয়ে তিনটি গোলই করেছেন ক্রিস্টোফার এনকুন্কু; ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পেপ গার্ডিওলার দলের বিপক্ষে যা তৃতীয় রেকর্ড। এর আগে এই কীর্তি ছিল শুধু লিওনেল মেসি ও জেমি ভার্ডির। এদিকে ম্যানসিটির হয়ে গোল পেয়েছেন – নাথান আকে, রিয়াদ মাহরেজ, জ্যাক গ্রিলিশ, জোয়াও কান্সেলো ও গ্যাব্রিয়েল জাসুস। অপর গোলটি ছিল আত্মঘাতী।

ম্যাচের ১৬ মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় নাথান আকের গোলে লিড নেয় সিটি। এরপর ২৭ মিনিটে লাইপজিগের নর্ডি মুকিয়েলে আত্মঘাতী গোল করলে ব্যবধান বাড়ায় সিটিজেনরা। এ-সময় কেভিন ডি ব্রুইনার ক্রস হেড দিয়ে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন লাইপজিগের রক্ষণভাগের খেলোয়াড় মুকিয়েলে। তবে ৪২ মিনিটে ক্রিস্টোফার এনকুনকুর কল্যাণে এক গোল শোধ দেয় লাইপজিগ।

দ্বিতীয়ার্ধে সিটির মাহারেজ, গ্রিলিশ ও কান্সেলো একটি করে গোল করেন। অন্যদিকে, ৫১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এনকুনকু। ৭৩ মিনিটে এনকুন্কু হ্যাটট্রিক করেন। ৭৫ মিনিটে কান্সালো ও ৮৫ মিনিটে জাসুস গোল পেলে ৬-৩ ব্যবধানের দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানসিটি।

এনিয়ে এবারের মৌসুমে ঘরের মাঠে তিন ম্যাচে সব মিলিয়ে ১৬ গোল করলো সিটিজেনরা। এর মধ্যে প্রিমিয়ার লিগে নরউইচ ও আসের্নালের বিপক্ষে পরপর দুই ম্যাচে গার্ডিওলার শিষ্যরা ৫-০ গোলের জয় পেয়েছেন। কিন্তু তারপরেও তিনি পুরো সন্তুষ্ট হতে পারছেন না। বিশেষ করে রক্ষণভাগের উপর কোনোভাবেই আস্থা রাখতে পারছেন না পেপ। দুই সপ্তাহ পরে পিএসজি সফরে ম্যাচটি যে-মোটেই সহজ হবে না – তা এখন থেকেই সতর্ক করে দিয়েছেন সিটি-বস।

Loading...