loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

নাপোলির পয়েন্ট আনলেন ওসিমেন, রেঞ্জার্সকে হারালো লিঁয়


নাপোলির পয়েন্ট আনলেন ওসিমেন, রেঞ্জার্সকে হারালো লিঁয়

দুই গোলে পিছিয়ে পড়ার পরেও ভিক্টর ওসিমেনের জোড়া গোলের সুবাদে লিস্টার সিটির সঙ্গে ২-২ তে ড্র করেছে নাপোলি। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত ইউরোপা লিগের আরেক গ্রুপ ম্যাচে রেঞ্জার্সকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে লিঁয়। এর আগে অনুষ্ঠিত লিগের অন্য ম্যাচে স্কটিশ ক্লাব সেল্টিক দুই গোলে এগিয়ে যেয়েও রিয়াল বেটিসের কাছে ৪-৩ গোলে পরাজিত হয়েছে। আরেক ম্যাচে ডায়নামো জাগ্রেবের বিপক্ষে ২-০ গোলে জয়লাভ করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড।

পঞ্চম স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করার পরে টানা দ্বিতীয়বারের মতো ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পেতে ব্যর্থ হওয়া লিস্টার ইতালিয় জায়ান্ট ক্লাবটির বিপক্ষে বেশ দারুণভাবেই শুরু করেছিল। ম্যাচের নবম মিনিটে হার্ভে বার্নাসের ক্রসের বল জালে জড়িয়ে দিয়ে স্বাগতিক দলকে এগিয়ে দেন আয়োজ পেরেজ। লিস্টারের হয়ে এরপর ক্যারিয়ারের প্রথম গোলটি করেছিলেন প্যাটসন ডাকা। তবে, ভিএআর-এ সেটি বাতিল করা হয় অফসাইড দেখিয়ে। কিন্তু ৬৪ মিনিটে ফের গোল করে ব্রান্ডন রজার্সের দলকে হতাশা থেকে মুক্তি দেন বার্নস্। এতে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে যায় লিস্টার।

ম্যাচে পূর্ণশক্তির দল মাঠে নামিয়েছিলেন নাপোলির কোচ লুসিয়ানো স্পালেত্তি। কোনো অস্ত্রই জমা রাখেননি রিজার্ভ বেঞ্চে। ম্যাচের শেষ কোয়ার্টারে এর প্রতিফলন দেখা যায়। এই সময় দুটি গোলই পরিশোধ করে দেন ওসিমেন।

লিলে থেকে গত বছর দলে আসা এই নাইজেরিয় তারকা ৬৯ মিনিটে অসাধারণ দক্ষতায় গোল করে নাপোলিকে প্রতিদ্বন্দ্বিতায় ফিরিয়ে আনেন। শেষ বাঁশি বাজার মাত্র তিন মিনিট আগে ফের গোল করে সফরকারী নাপোলিকে সমতায় ফিরিয়ে আনেন ওসিমেন। ফলে, মূল্যবান একটি পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয় ইতালিয় ক্লাবটি। 

খেলা শেষে রজার্স বলেন, ‘দুটি গোলকে দূরে সরিয়ে দেওয়াটা অপরাধ নয়, অপরাধ হলো – সেখান থেকে কিছু শিক্ষা না নেওয়া। আমি আশাবাদী এখান থেকে শিক্ষা নিয়ে তারুণ্য-নির্ভর এই দলটি কিছু একটা করবে।’

এদিকে এদিকে রেঞ্জার্সের দায়িত্ব নেওয়া স্টিভেন জেরার্ডের ৫০তম ইউরোপিয় ম্যাচকে ধুলোয় মিশিয়ে দিয়েছে লিয়ঁ। আইব্রক্সে অনুষ্ঠিত এ গ্রুপের ম্যাচে টোকো একাম্বির দূরপাল্লার বাঁকানো শটে ২৩তম মিনিটে এগিয়ে যায় সফরকারী লিঁয়। ৫৫ মিনিটে নিজেদের গোল পোস্টের সামনে জটলা থেকে বল ফেরত পাঠাতে গিয়ে জালে জড়িয়ে দেন রেঞ্জার্সের অধিনায়ক জেমস টাভেনিয়ার। ফলে ২-০ গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি।

খেলা শেষে ফরাসি ক্লাবটি রেঞ্জার্সকে একেবারেই কোনঠাসা করেছে উল্লেখ করে জেরার্ড বলেন, ‘ঘরোয়া ফুটবলে এই ধরনের কিছু ভুল মেনে নেওয়া যায়; কিন্তু ইউরোপা লিগের মতো এই পর্যায়ে সেটি কোনোভাবেই মানা সম্ভব নয়।’

এ গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে ব্রন্ডবি ও স্পার্টা প্রাগ।

বৃহস্পতিবার ইউরোপের বিভিন্ন ভেনুতে অনুষ্ঠিত ইউরোপা লিগে ব্রি গ্রুপে রিয়াল সোসিয়দোদের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসভি আইন্দোভেন, আর ১-১ গোলে ড্র করেছে মোনাকো ও স্ট্রাম গ্রাজ।

ডি গ্রুপের ম্যাচে গ্রিসের অলিম্পিয়াকোস ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামের রয়্যাল এন্টওয়ার্পকে। অপর ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইনট্রাখ্ট ফ্রাঙ্কফুর্ট ও ফেনারবেচ। ‘ই’ গ্রুপের ম্যাচে গালাতাসারে ১-০ গোলে হারিয়েছে ল্যাৎসিওকে। মার্সেই বনাম লোকোমোটিভ মস্কোর মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।

‘এফ’ গ্রুপের ম্যাচে মিডজিল্যান্ড ১-১ গোলে লুডোগোরেটস এর সঙ্গে ড্র করলেও রেড স্টার বেলগ্রেড ২-১ গোলে হারিয়েছে ব্রাগাকে। জি গ্রুপের ম্যাচে বায়ার লিভারকুজেন ২-১ গোলে হারিয়েছে ফেরেনকভারোসকে। গ্রুপের অপর ম্যাচে রিয়াল বেতিস ৪-৩ গোলে হারিয়েছে সেল্টিককে।

এইচ গ্রুপের ম্যাচে ওয়েস্টহ্যাম ২-০ গোলে ডাইনামো জাগ্রেবকে এবং জেঙ্ক ১-০ গোলে র‌্যাপিড ভিয়েনাকে পরাজিত করেছে।

Loading...