loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর


দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর

আগামী ১৪ নভেম্বর শুরু হবে চলতি বছরের দাখিল পরীক্ষা; চলবে ২১ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এই সময়সূচি প্রকাশ করেছে। সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা হবে।

করোনাভাইরাস-পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করে শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর আধ ঘন্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। এক ঘন্টা ত্রিশ মিনিটের এমসিকিউ ও লিখিত পরীক্ষায় কোনো বিরতি থাকবে না। এছাড়া, পরীক্ষা শুরুর তিনদিন আগে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে।

Loading...