loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

অ্যাটলেটিকোয় বার্সার পরাজয়, কোম্যানকে সুয়ারেসের লজ্জা


অ্যাটলেটিকোয় বার্সার পরাজয়, কোম্যানকে সুয়ারেসের লজ্জা

স্পেনের ফুটবল লিগ লা লিগায় শনিবার (২ অক্টোবর) রাতে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল এফসি বার্সেলোনা। ম্যাচে বার্সাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। অ্যাটলেটিকোর হয়ে উরুগুরের তারকা লুইস সুয়ারেস নিজে এক গোল করেছেন এবং একটি গোল করিয়েছেন।

নিজেদের মাঠে ম্যাচের ২৩তম মিনিটে এগিয়ে যায় অ্যাটলেটিকো। সুয়ারেসের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লেমার। বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোলের দেখা পান সুয়ারেসও। ফলে, বর্তমান চ্যাম্পিয়ন ক্লাবটি এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

সাবেক ক্লাব বার্সার বিপক্ষে গোলের পরে উল্লাস করেননি সুয়ারেস; তবে, বার্সার কোচের উপর প্রতিশোধ নিয়েছেন ঠিকই। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোম্যানকে লক্ষ্য করে ফোনে কল করার ভঙ্গি করেন। সুয়ারেস বার্সায় থাকাকালে ৬০ সেকেন্ডের একটি ফোনকলেই কোম্যান জানিয়ে দিয়েছিলেন অনেকটা এভাবে, ‘সুয়ারেস, তুমি বুড়ো হয়ে গেছো। আমার পরিকল্পনায় তুমি নেই।’ সুয়ারেস যেন সেটিরই প্রতিশোধ নিলেন। সুয়ারেসের এমন কাণ্ডে মুখ লুকিয়ে ফেলেন বার্সা-কোচ।

বিরতির পরে বার্সেলোনা তুলনামূলক ভালো খেললেও গোল করতে পারেনি।

এই পরাজয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে, আট ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাটলেটিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।

Loading...