loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

ইতলির রেকর্ড ভেঙে নেশন্স লিগের ফাইনালে স্পেন


ইতলির রেকর্ড ভেঙে নেশন্স লিগের ফাইনালে স্পেন

আন্তর্জাতিক ফুটবলে ইতালির টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিয়েছে স্পেন। বুধবার (৬ অক্টোবর) নেশন্স লিগের সেমি-ফাইনালে স্বাগতিক দেশটিকে ২-১ গোলে হারিয়ে আসরের ফাইনাল নিশ্চিত করেছে লুইস এনরিখের দল।

সান্সিরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে স্প্যানিশদের এগিয়ে দেন ফেরান তোরেস। শেষ বাঁশি বাজার সাত মিনিট আগে ইতালির হয়ে এক গোল পরিশোধ করেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে, শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি ইউরোপিয় চ্যাম্পিয়ন দেশটি। 

আসরের ফাইনালে রোববার সান্সিরোতে ফ্রান্স অথবা বেলজিয়ামের মোকাবেলা করবে স্পেন। 

২০২০ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠেছিল ইতালি। যদিও বুধবার দলটি এক অর্ধেরও বেশি সময় ধরে খেলেছে ১০ জনের দল নিয়ে। কারণ ৪২ মিনিটে সার্জিও বাস্কুয়েটসের মুখে কুনুই দিয়ে বিপজ্জনকভাবে আঘাত করায় লালকার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে লিওনার্দো বনুচ্চিকে। 

এদিকে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমানো গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা আন্তর্জাতিক ম্যাচ খেলতে সান্সিরোতে ফিরে আসায় তাঁকে দেখে উত্তেজিত হয়ে পড়ে সাবেক ক্লাব এসি মিলানের সমর্থকরা। এতে অদ্ভুত এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি।

বর্তমানে বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন হিসেবে বিবেচিত ডোনারুমা ইউরোতে টুর্নামেন্ট-সেরার পুরস্কার লাভ করেছিলেন। গ্রীস্মকালের দলবদলের সময় ফ্রি টান্সফারে তিনি পাড়ি জমান প্যারিসে। তাঁর বিদায়ে মন্দ পরিস্থিতির মধ্যদিয়ে যেতে হয়েছে মিলানকে। যে-কারণে তাঁর প্রতি ক্ষুব্ধ সমর্থকরা  প্রতিটি বল স্পর্শের সঙ্গে সঙ্গে চিৎকার ও শিষ দিয়ে তাঁকে তিরস্কার করেছেন। 

এদিন ম্যাচের ১৭ মিনিটে গোল করে স্পেনকে এগিয়ে দেন তোরেস। প্রথমার্ধের ইনজুরি টাইমে (৪৫+২ মি.) ফের গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে পৌঁছে দেন তিনি। ৮৩ মিনিটে ইতালির হয়ে একমাত্র গোলটি পরিশোধ করেন পেলেগ্রিনি। 

আজ ইউভেন্টাসের মাঠ আলিয়াঞ্জ এরেনায় আসরের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম।

Loading...