loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

বাছাইপর্বে ব্রাজিলের জয়রথ থামালো কলম্বিয়া


বাছাইপর্বে ব্রাজিলের জয়রথ থামালো কলম্বিয়া

কাতার বিশ্বকাপের বাছাইপর্বে টানা নয় ম্যাচ জেতার পরে অবশেষে হোঁচট খেলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার (১০ অক্টোবর) রাতের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের।

কলম্বিয়ার এস্তাদিও মেত্রোপলিতানোতে ম্যাচের শুরু থেকে ব্রাজিলকে চাপে রেখেছিল স্বাগতিক দল; অবশ্য সেলেসাওরাও ছাড় দেয়নি। তবে, বার বার বল দখল হারিয়ে প্রতিপক্ষকে সুযোগ তৈরি করে দিচ্ছিলেন নেইমাররা।

চতুর্থ মিনিটে এগিয়ে যেতে পারতো কলম্বিয়া। কুইন্তেরোর অসাধারণ এক ক্রসে মিনার করা দুর্দান্ত হেড সেইভ করেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার। চতুর্দশ মিনিটে ডি বক্সে নেইমারের দেওয়া পাস কাজে লাগাতে পারেননি লুকাস পাকুয়েতা।

বিরতির পরে বল দখলে এগিয়ে থেকেও কলম্বিয়ার জাল স্পর্শ করতে পারেননি নেইমার-জাসুসরা। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয় তিতের দলকে।

এই ড্রয়ের পরেও ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ল্যাটিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল। ১০ ম্যাচে ছয় জয় ও চার ড্রতে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ১৫ পয়েন্ট নিয়ে কলম্বিয়ার অবস্থান পঞ্চম।

ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে প্রথম চারটি দেশ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকায় থাকা পঞ্চম দেশকে আন্তঃমহাদেশিয় প্লে-অফ ম্যাচে লড়তে হবে মূলপর্বে উত্তরণের জন্য।

Loading...