loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সিডনিতে ১০৬ দিন পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলো


সিডনিতে ১০৬ দিন পরে বিধিনিষেধ তুলে নেওয়া হলো

অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনি থেকে চলাচলের বিধিনিষেধ সোমবার (১১ অক্টোবর) তুলে নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় দীর্ঘ ১০৬ দিন পরে সোমবার থেকে শহরটির ৫০ লাখের বেশি বাসিন্দা বিধিনিষেধের আওতামুক্ত হলেন। গত জুন থেকে সেখানে বিধিনিষেধ জারি ছিল। নিউ সাউথ ওয়েল্স রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রিমিয়ার ডমিনিক পেরোটেট বলেন, এটা সফল একটি দিন; রাজ্যের বাসিন্দারা এটা অর্জন করেছেন। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সিডনিতে গত চার মাস ধরে জারি থাকা লকডাউনে বন্ধ ছিল দোকানপাট, স্কুল-কলেজ, সেলুন ও অফিস। বিধিনিষেধ অনুযায়ী, বাসা থেকে পাঁচ কিলোমিটারের বেশি দূরে যেতে পারতেন না শহরের বাসিন্দারা। এমনকি পরিবারের সঙ্গে দেখা করা এবং শেষকৃত্যে অংশ নেওয়াতেও ছিল মানা।

যাহােক, বিধিনিষেধ তুলে নেওয়া হলেও বড় জনসমাগমের উপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে। বিধিনিষেধ থাকবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে চলাচলের উপরও। আগামী কয়েক সপ্তাহ স্কুলগুলোও পুরোপুরি খোলা হবে না।

সিডনিতে করোনা-সংক্রমণ কমে এলেও সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৬ জন। এখানকার ১৬ বছরের বেশি বয়সী ৭০ শতাংশ লোক কোভিড-১৯ এর দুটো টিকাই গ্রহণ করেছে। 

অবশ্য, বিধিনিষেধ তুলে নেওয়ায় সিডনিতে উৎসবের আমেজ থাকলেও করোনা-সংক্রমণ বেড়ে যাওয়া শঙ্কায়ও রয়েছে জনগণ।

Loading...