loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার্থীদের পুরস্কার প্রদান


ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর শিক্ষার্থীদের মধ্যে সোমবার (১১ অক্টোবর) পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির ঢাকাস্থ ৭১ মিলনায়তনে এক অনুষ্ঠনে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীদের অসাধারণ নৈপুণ্য ও সেরা ফলাফলের ভিত্তিতে এই প্রণোদনামূলক পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব ও এনএসডিএ-এর সম্মানিত চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান; সভাপতিত্ব করেন ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউট-এর অধ্যক্ষ কে এম হাসান রিপন।

অনুষ্ঠানে মোট ৫৭ জন ছাত্র/ছাত্রীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, স্যাশ ও ব্যাচ প্রদান করা হয়েছে। ২৩জনকে সেরা ফলাফলের জন্য পুরস্কৃত করা হয়, ৩৬ জনকে ক্যাম্পাস-স্টার অভিষিক্ত করে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “দক্ষতা অর্জন করা সবারই প্রয়োজন। যাঁর দক্ষতা থাকবে, তাঁকে কাজ খুঁজতে হবে না, কাজ তাঁকে খুঁজে নেবে।”

বিশেষ অতিথি বলেন, “আমি জানি এবং আমি – পারি এই দুটো থাকলে সাফল্য তাঁর পিছু ছাড়বে না; এটা অনুশীলনেই সম্ভব।”

উল্লেখ্য, ১৮ মার্চ ২০২০ থেকে মহামারির কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের নিয়মিত ক্লাস ও পরীক্ষাসহ সকল শিক্ষা-কার্যক্রম অনলাইনে অব্যাহত ছিল।

– সংবাদ বিজ্ঞপ্তি

Loading...