loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সিআর সেভেন, পর্তুগালের জয়


হ্যাটট্রিকের রেকর্ড গড়লেন সিআর সেভেন, পর্তুগালের জয়

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের ম্যাচে মঙ্গলবার (১২ অক্টোবর) রাতে লুক্সেমবার্গের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। এই ম্যাচে লুক্সেমবার্গকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ও তাঁর সাবেক ইউরাে-জয়ী দেশটি।

ম্যাচে হ্যাটট্রিক করেছের পর্তুগিজ তারকা রোনাল্ডো। এছাড়া, একটি করে গোল করেছেন জোয়াও পালিনহা ও ব্রুনো ফার্নান্দেস। রোনাল্ডো ও পর্তুগালের প্রথম দুই গোলই এসেছে পেনাল্টি থেকে। ম্যাচের অষ্টম ও ত্রয়োদশ মিনিটে সিআর সেভেন স্পট কিকে গোল করেন। সপ্তদশ মিনিটে ব্রুনো ফার্নান্দেস গোল করে লিড আরও বৃদ্ধি করেন।

বড় ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। ৬৯তম মিনিটে ব্যবধান ৪-০ করেন পালিনহা। এরপর ৮৭তম মিনিটে হেডে গোল করে হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। আন্তর্জাতিক ফুটবলে এটি রোনাল্ডোর দশম হ্যাটট্রিক, আর সব মিলিয়ে ৫৮তম। আন্তর্জাতিক ফুটবলে এখন সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক পাঁচবার ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা।

এদিকে, বড় জয়ের পরেও ইউরোপের বিশ্বকাপ বাছাই পর্বের ‘এ’ গ্রুপের শীর্ষে নেই রোনাল্ডোরা। ছয় ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সার্বিয়া।

Loading...