loader image for Bangladeshinfo

শিরোনাম

  • ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টাইগ্রেসদের দল ঘোষণা

  • বার্সাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে পিএসজি

  • অ্যাটলেটিকোকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ডর্টমুন্ড

  • রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যক্রম যুগোপযোগী কর তাগিদ দিলেন

  • ক্যানাডায় আর্টসেলের আটটি কনসার্ট

টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন


টাইগারদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উন্মোচন

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে যৌথভাবে অনুষ্ঠেয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের জার্সি সোমবার (১২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে উন্মোচন হয়েছে । আড়ং-এর সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন, আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন করেন। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

আড়ং লাইসেন্সপ্রাপ্ত জার্সির অফিসিয়াল খুচরা বিক্রেতা, যা শুধুমাত্র তাঁদের আউটলেট এবং অনলাইনে aarong.com এ পাওয়া যাবে। টি-টোয়েন্টি ম্যাচের সময় একই জার্সি খেলোয়াড়রা পরবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানাে হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র ক্রিকেট অপারেশন কমিটির চেয়ারম্যান আকরাম খান, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ উপস্থিত থেকে বিসিবি’র কর্মকর্তা, সাবেক খেলোয়াড় এবং ব্র্যাক, আড়ং ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে জার্সি উন্মোচন করেন। অফিসিয়াল জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টস ডিজাইন। 

১৩ অক্টোবর থেকে দেশব্যাপী আড়ং ও অ্যাপে পাওয়ার আগে, গ্রাহকরা এখন aarong.com থেকে অফিসিয়ার জার্সি প্রি-অর্ডার করতে পারবেন।

Loading...