loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

কাতারে যাওয়া নিশ্চিত করলো ডেনমার্ক, ইংল্যান্ড-হাঙ্গেরি ড্র


কাতারে যাওয়া নিশ্চিত করলো ডেনমার্ক, ইংল্যান্ড-হাঙ্গেরি ড্র

দ্বিতীয় দল হিসেবে ইউরোপ থেকে কাতার বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে ডেনমার্ক। বাছাইপর্বে মঙ্গলবার (১২ অক্টোবর) দেশটি ১-০ গোলে অস্ট্রিয়ার বিপক্ষে জয়লাভ করেছে। অন্যদিকে, ওয়েম্বলিতে হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করে হতাশ ইংল্যান্ড।

কোপেনহেগেনে অনুষ্ঠিত বাছাইপর্বের ম্যাচের ৫৩ মিনিটে জোয়াকিম মাহলের গোল ড্যানিশদের পৌঁছে দিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের চুড়ান্ত পর্বে। ইউরো ২০২০ আসরের সেমিফাইনালে খেলেছিল বিস্ময় জাগানো দলটি। 

ডেনমার্কের মিডফিল্ডার পিয়ের-এমিল হজবার্গ বলেন, ‘এমন একটি সাফল্য আপনি শুধু স্বপ্নেই দেখতে পারেন। এটি একটি উন্মত্ততা, আমার জন্য বিশাল কিছু; দলের জন্য দারুণ ব্যাপার। ড্যানিশ ফুটবলের জন্য এবং ডেনমার্কের জন্যও। বয়স ও মানের দিক থেকে আমরা মাত্র বিকশিত হতে শুরু করেছি।’

এই জয়ে জার্মানির সঙ্গে ২০২২ বিশ্বকাপের চূড়ান্ত আসরে যুক্ত হলো ডেনমার্ক। গত সোমবার প্রথম দেশ হিসেবে ২০২২ বিশ্বকাপে উত্তরণ নিশ্চিত করেছে চারবারের বিশ্বজয়ী জার্মানি। আর স্বাগতিক হিসেবে কাতার স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপ খেলবে।

মঙ্গলবার ওয়েম্বলিতে মারমুখী হাঙ্গেরির বিপক্ষে অনুষ্ঠিত আরেক ম্যাচে ১-১ গোলে ড্র করেছে ইংল্যান্ড। এই সময় হাঙ্গেরিয় সমর্থকরা পুলিশের সঙ্গে দাঙ্গায় জড়িয়ে পড়ে। ম্যাচের ২৪ মিনিটে পেনাল্টি থেকে রোল্যান্ড সাল্লাই’র গোলে পিছিয়ে যান গ্যারেথ সাউথগেটের শিষ্যরা। তবে, ৩৭ মিনিটে ফিল ফোডেনের পাস থেকে স্বাগতিক দলের হয়ে গোলটি পরিশোধ করেন জন স্টোন্স। ইংল্যান্ডের হয়ে সর্বশেষ ১৬ ম্যাচে প্রথমবার গোল করতে ব্যর্থ হয়েছেন হ্যারি কেইন। হাঙ্গেরির রক্ষণভাগ দৃঢ়তার সঙ্গে প্রতিহত করেছে ইংলিশদের।

সাউথগেট বলেন, ‘আমাদের যেভাবে  প্রয়োজন ছিল, সেই পর্যায়ের খেলা খেলতে পারিনি।’

‘জাতিগতভাবে উত্তেজিত ও জনশৃঙ্খলা ভঙ্গের’ অপরাধে একজন হাঙ্গেরিয় সমর্থককে পুলিশ গ্রেপ্তার করার পরে ওয়েম্বলিতে হাঙ্গামা শুরু করে সফরকারি দলের সমর্থকরা। ফুটবলে বর্ণবাদের জন্য কঠোর শাস্তির আহ্বান জানিয়েছেন ইংল্যান্ডের ডিফেন্ডার টাইরোন মিংস। তিনি বলেন, ‘আমরা সার্বক্ষণিকভাবে বর্ণবাদী কার্যকলাপের শাস্তি দাবি করে আসছি।’ 

এই ড্রয়ের ফলে এখন বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা পেতে হলে পরের দুই ম্যাচ থেকে কমপক্ষে চার পয়েন্ট সংগ্রহ করতে হবে ইংলিশদের। আগামী নভেম্বরে আলবেনিয়া ও সান মেরিনোকে মোকাবেলা করবে দলটি। 

অন্যদিকে আলবেনিয়াকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ আই’তে টেবিল টপার ইংল্যান্ডের পরের স্থানটি দখল করেছে পোল্যান্ড। ম্যাচের ৭৭ মিনিটে পোলিশদের হয়ে জয়সূচক গোলটি করেছেন ক্যারল সুইডারস্কি।  

বাছাইপর্বের আরেক ম্যাচে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হ্যাটট্রিকে লুক্সেমবার্গকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে পর্তুগাল। সিআর সেভেন ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে দুই গোল করেছেন। ৮৭ মিনিটে ফের গোল করে হ্যাটট্রিক করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা। এটি ছিল আন্তর্জাতিক ফুটবলে তাঁর দশম হ্যাটট্রিক। দলের হয়ে বাকী গোল দুটি করেছেন ব্রুনো ফার্নান্দেস ও হোয়াও পলিনহা।

এই ম্যাচে জয়লাভ করলেও ‘এ’ গ্রুপে সার্বিয়ার পেছনেই পড়ে রয়েছে পর্তুগাল। কারণ, নিজ মাঠে সার্বিয়া ৩-১ গোলে হারিয়েছে আজারবাইজানকে। ম্যাচে দুই গোল করে ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছেন ফিওরেন্টিনার ২১ বছর বয়সী খেলোয়াড় দুসান ভ্লাহোভিচ। সার্বিয়ার হয়ে তৃতীয় গোলটি করেছেন ডুসান টেডিক।

গ্রিসকে ২-০ গোলে হারিয়ে বি গ্রুপে স্পেনের চেয়ে দুই পয়েন্টে এগিয়ে গেছে সুইডেন। ফারাও আইল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করা স্কটল্যান্ডকে প্লে-অফে খেলতে হলে শেষ দুই ম্যাচ থেকে সংগ্রহ করতে হবে অন্তত এক পয়েন্ট। ১৯৯৮ সালের পরে প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলতে মরিয়া স্কটিশরা।

আরেক ম্যাচে ব্রেইল এম্বোলোর দুই গোলে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে হারিয়ে কাতারে যাওয়ার পথ মসৃণ করে রেখেছে সুইজারল্যান্ড। সি গ্রুপ থেকে ১৪ পয়েন্ট সংগ্রহ করে ইতালির সহাবস্থানে রয়েছে দেশটি। তবে, গোল ব্যবধানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সুইসরা। বস্নিয়া হার্জেগোভিনার সঙ্গে গোলশূন্য ড্র করা ইউক্রেন ডি গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। দলটি ফিনল্যান্ডের চেয়ে এগিয়ে আছে এক পয়েন্টের ব্যবধানে। এই গ্রুপের শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স।

Loading...