loader image for Bangladeshinfo

শিরোনাম

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

  • ফিলিস্তিনের বিরুদ্ধে শেষ মুহূর্তে প্রতিরোধ ভাঙলো বাংলাদেশের

  • প্রীতিম্যাচে স্পেনকে রুখে দিলো ব্রাজিল

  • একই মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ২০ জন কণ্ঠ ও শব্দ সৈনিক

  • বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান

বিশ্বকাপ বাছাই: উরুগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল


বিশ্বকাপ বাছাই: উরুগুয়েকে হারিয়ে জয়ের ধারায় ব্রাজিল

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের একাদশ ম্যাচে উরুগুয়েকে ৪-১ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এই জয়ে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকলো ব্রাজিল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট দলটির।

মানাউসের আমাজন স্টেডিয়ামে ৪-৪-২ ফর্মেশনে উরুগুয়ের বিপক্ষে খেলতে নামে  ব্রাজিল। আগের ম্যাচে কলম্বিয়ার সাথে গোলশূন্য ড্র করা ব্রাজিল এই ম্যাচে জয়ের জন্য মরিয়া ছিল।

নিজেদের মাঠে ম্যাচের ১০ মিনিটেই গোল পেয়ে যায় ব্রাজিল। ফ্রেডের বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। ব্রাজিলের জার্সি গায়ে ১১৫ ম্যাচে এটা ছিল নেইমারের ৭০তম গোল। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে আট ম্যাচে সপ্তম গোল নেইমারের।

আট মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ডি-বক্স থেকে উরুগুয়ের জালে শট নিয়েছিলেন নেইমার। তাঁর বাঁকানো শট কোনোমতে ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। বল ঠেকালেও বিপদ কাটেনি; মুসলেরার ফেরানো বল পেয়ে গোল করে বল জালে পাঠান ব্রাজিলের রাফিনহা।

১৮ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ব্রাজিল। দুই গোলে এগিয়ে থেকেই ম্যাচের বিরতিতে যায় । দ্বিতীয়ার্ধে মাঠে বল গড়ানোর অল্প সময়ের ব্যবধানে তৃতীয় গোলের দেখা পায় ব্রাজিল।

এর আগে গোলের প্রথম সুযোগ তৈরি করে উরুগুয়ে। ফেডেরিকো ভালভার্দের শট দক্ষতার সাথে ফিরিয়ে দেন এডারসন। এতে গোল বঞ্চিত হয় উরুগুয়ে। আর ৫৮ মিনিটে নেইমারের বাড়ানো বল ধরে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। পোস্টে লেগে বল জালে জড়ালে  ৩-০ গোলে এগিয়ে যায়  ব্রাজিল।

তারপরও ম্যাচে ফেরার চেষ্টায় ছিলো উরুগুয়ে। কিন্তু ব্রাজিলের ডিফেন্সের দক্ষতায় হতাশ হতে হয়েছে দলটিকে।

শেষ পর্যন্ত ৭৭ মিনিটে গোলের ব্যবধান কমান উরুগুয়ের লুইস সুয়ারেজ। ফ্রি কি থেকে  সুয়ারেজের  গোলে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় ৩-১।

এ-অবস্থায় ৮৩ মিনিটে উরুগুয়ের জালে আবারো বল পাঠায় ব্রাজিল। এবার গোলদাতা গ্যাব্রিয়েল বার্বোসা। এই গোলে অবদান ছিল নেইমারের। তাঁর বাড়িয়ে দেয়া বলে হেড করে গোল করেন বার্বোসা। এর আগে অফসাইড দেওয়া হলেও ভিএআর-এর সহায়তায় গোলের বাঁশি বাজান রেফারি।

শেষ পর্যন্ত ৪-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে ব্রাজিল।

১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থা নে উরুগুয়ে। উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট আছে কলম্বিয়ারও। দেশটি আছে চতুর্থ স্থানে। তিন নম্বরে থাকা ইকুয়েডরের সংগ্রহ ১৭ পয়েন্ট। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের সেরা চারটি দেশ সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। পঞ্চম দেশকে খেলতে হবে আন্তঃমহাদেশিয় প্লে-অফ ম্যাচ।

Loading...