loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

বাছাইপর্ব: পেরুর বিপক্ষে আর্জেন্টিনার কর্ষ্টাজিত জয়


বাছাইপর্ব: পেরুর বিপক্ষে আর্জেন্টিনার কর্ষ্টাজিত জয়

কাতার বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে কর্ষ্টাজিত জয় পেয়েছে আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বাছাইপর্বে নিজেদের একাদশ ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে হারিয়েছে পেরুকে। দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

এই জয়ে কাতার বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানেই থাকলো আর্জেন্টিনা। পাশাপাশি টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকলো দুইবারের বিশ্বজয়ীরা। ১১ ম্যাচে ২৫ পয়েন্ট তাঁদের। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল।

আগের ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে অনেকটাই ফুরফুরে মেজাজে ছিল আর্জেন্টিনা। তবে, আক্রমণাত্মক খেললেও এই ম্যাচে নিজেদের মেলে ধরতে পারেনি লিওনেল মেসির দল।

বুয়েন্স এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে ১০ মিনিটেই গোলের দেখা পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের ক্রস থেকে গোল করেছিলেন ক্রিস্টিয়ান রোমেরো। কিন্তু সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

১৭ মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন অ্যাঞ্জেল ডি মারিয়া। মেসির পাসে বাঁ-প্রান্ত দিয়ে বল নিয়ে ডি-বক্সে ঢুকে পড়েন মারিয়া। এরপর প্রতিপক্ষের জালে শট নিয়েছিলেন তিনি। সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।

অবশ্য প্রথমার্ধেই গোলের স্বাদ পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে মার্টিনেজের গোলে এগিয়ে যায় দলটি। মলিনার ক্রসে হেড নিয়ে অসাধারণ দক্ষতায় গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা আনার সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পেরু। ৬৫ মিনিটে বল নিয়ে আর্জেন্টিনার বিপদ-সীমায় প্রবেশ করেন ডিফেন্ডার জেফারসন ফারফান। তাঁকে আটকাতে গিয়ে ফাউল করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি ইয়োশিমার ইয়োতুন। তাঁর শট কিক বারপোস্টে  লেগে ফিরে  যায়।

শেষ পর্যন্ত এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই পরাজয়ে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে রয়েছে পেরু।

দক্ষিণ আমেরিকান অঞ্চলের পয়েন্ট টেবিলের সেরা চারটি দেশ সরাসরি কাতার বিশ্বকাপের টিকিট পাবে। আর পঞ্চম দেশকে  আন্তঃমহাদেশিয় প্লে-অফ ম্যাচ খেলতে হবে।

Loading...