loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

করাঞ্চলে মেলার পরিবেশে সেবা পাবেন করদাতারা


করাঞ্চলে মেলার পরিবেশে সেবা পাবেন করদাতারা

করোনা-পরিস্থিতি বিবেচনায় এবারও দেশে করমেলা হচ্ছে না। তবে করাঞ্চলগুলোতে করদাতারা যেন আয়কর রিটার্ন দাখিলসহ মেলার মতো সব ধরনের সুযোগ-সুবিধা পান, সেই প্রস্তুতি নেয়া হচ্ছে। আগামী নভেম্বর মাসজুড়ে করমেলার পরিবেশে করদাতারা সেখানে কর-সংক্রান্ত সেবা পাবেন। করদাতারা যেন নিজ নিজ করাঞ্চলে গিয়ে রিটার্ন দাখিল করতে পারেন, সেই লক্ষ্যে করাঞ্চলগুলোকে ইতোমধ্যে করমেলার আমেজে পরিবেশ তৈরির নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

এ-বিষয়ে এনবিআরের সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা-পরিস্থিতি বিবেচনায় এবারও করমেলা হচ্ছে না। তবে, করদাতারা যেন নিজ নিজ করাঞ্চলে গিয়ে রিটার্ন দাখিল করতে পারেন, সেজন্য সেখানে সুযোগ-সুবিধা বাড়ানো হবে। করাঞ্চলে মেলার পরিবেশ তৈরি করা হচ্ছে। করাঞ্চলগুলোতে মেলার পরিবেশ তৈরির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানান। 

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতিবছর করমেলার আয়োজন করে আসছে এনবিআর। এরই মধ্যে করমেলা সাধারণ করদাতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। মেলায় ই-টিআইএন নিবন্ধন ও আয়কর বিবরণী গ্রহণ,কর পরিশোধ,আয়কর বিবরণী পূরণে সহায়তা এবং কর-শিক্ষা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা থাকে। কিন্তু করোনা-পরিস্থিতির কারণে গত বছর (২০২০ সাল) করমেলা হয়নি। এবারও করোনা বিবেচনায় করমেলা আয়োজন করা হচ্ছে না।

উল্লেখ্য, দক্ষিণ-এশিয়ায় শুধু বাংলাদেশেই করদাতাদের জন্য এই ধরনের কর মেলার আয়োজন করা হয়।

Loading...