loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

কোভিড-১৯ সংক্রমণ কমেছে চার শতাংশ, মৃত্যু দুই শতাংশ: ডাব্লিউএইচও


কোভিড-১৯ সংক্রমণ কমেছে চার শতাংশ, মৃত্যু দুই শতাংশ: ডাব্লিউএইচও

গত ১১ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহে ২৭ লাখের বেশি লোক করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছে এবং ৪৬ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও)’র সাপ্তাহিক বুলেটিনে এ-তথ্য জানানো হয়েছে। ইউরোপিয়ান অঞ্চল ছাড়া পরপর তিন সপ্তাহে বিশ্বে নতুন কোভিড-১৯ সংক্রমণ পূর্ববর্তী সপ্তাহের চেয়ে সাত শতাংশ বেড়েছে। ডাব্লিউএইচও’র মহামারি-সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে এ-তথ্য প্রকাশ করা হয়েছে। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সাপ্তাহিক রিপোর্টে আফ্রিকান অঞ্চল থেকে নতুন সংক্রমণ সবচেয়ে বেশি কমেছে (১৮ শতাংশ)। এরপরেই রয়েছে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল (১৭ শতাংশ)। সাপ্তাহিক হিসেবে পূর্ববর্তী সপ্তাহ চেয়ে সবচেয়ে বেশি (২৪ শতাংশ) কমেছে আফ্রিকান অঞ্চলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯ শতাংশের নিচে কমেছে সংক্রমণ।

মৃত্যুহার বেড়েছে শুধুমাত্র ইউরোপে (চার শতাংশ), পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার এক শতাংশ নিবন্ধিত হয়েছে।

ডাব্লিউএইচও’র বুলেটিনের হিসেবে ১১-১৭ অক্টোবর বিশ্বব্যাপী মোট ২৭ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ-সময়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৬,১৪০ জনের। এতে দেখা গেছে, সংক্রমণ ও মৃতের হার পূর্ববর্তী সপ্তাহের চেয়ে যথাক্রমে চার শতাংশ এবং দুই শতাংশ কমেছে।

ডাব্লিউএইচও’র রিপোর্টে আরও বলা হয়েছে, নতুন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৮২ হাজার ৭০৭, যুক্তরাজ্যে ২ লাখ ৮৩ হাজার ৭৫৬, রাশিয়ায় ২ লাখ ১৭ হাজার ৩২২, তুরস্কে ২ লাখ ১৩ হাজার ৯৮১ এবং ভারতে ১ লাখ ১৪ হাজার ২৪৪।

বিশ্বব্যাপী এ-পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৯ লাখ ৪০ হাজার ৯৩৭ জন এবং মোট মৃতের সংখ্যা ৪৯ লাখ ৩ হাজার ৯১১ জন। মঙ্গলবার (১৯ অক্টোবর) পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৫,২০১ জনের।

Loading...