loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে টাইগারদের গ্রুপেই শ্রীলঙ্কা


নেদারল্যান্ডসকে উড়িয়ে দিয়ে টাইগারদের গ্রুপেই শ্রীলঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডসের বিদায় আগেই নিশ্চিত হয়েছিল। তবে, শেষ ম্যাচটা ছিল মর্যাদার লড়াই; আর সেই লড়াইয়ে ন্যুনতম প্রতিরোধটাও গড়তে পারেনি দলটি। তাঁদের প্রায় উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফলে, গ্রুপ এ-তে বাংলাদেশের সাথেই পড়েছে দলটি।

শুক্রবার (২২ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে আট উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১০ ওভারে মাত্র ৪৪ রানে অলআউট হয়ে যায় ডাচরা। জবাবে, ৭৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়ন দেশটি।

এই জয়ে বাংলাদেশের গ্রুপটা আরও কঠিন হলো। শ্রীলঙ্কা ছাড়া এই গ্রুপে রয়েছে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। বছরজুড়ে গড় ফলাফল হিসেব করলে বিশ্বকাপে বরাবরই জ্বলে ওঠে দলটি। একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডও রয়েছে এই গ্রুপে। এছাড়াও, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলও রয়েছে। অবশ্য, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথটা আগেই মসৃণ করে রেখেছিল শ্রীলঙ্কা। সুপার টুয়েলভ নিশ্চিত করার পথে রানরেট অনেক এগিয়ে রেখেছিল দলটি।

এদিন শতভাগ জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় লংকানরা। নিয়ন্ত্রিত বোলিং নৈপুণ্যে কলিন একারমান ছাড়া কাউকেই দুই অঙ্কে পৌঁছাতে দেয়নি দলটি।

শুরুতে ডাচ-শিবিরে ঘূর্ণি বলের জাল ছড়িয়ে দেন অফস্পিনার মানিশ ঠিক্সানা। ফলে, নেদারল্যান্ডসের টপ অর্ডার ভেঙেছে। তাঁর সঙ্গে যোগ দেন লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা; ডাচদের মিডল অর্ডার ধসিয়ে দেন তিনি। এরপরে, শেষ দিকে ছাঁটাইয়ের কাজ করেছেন পেসার লাহিরু কুমারা; ফলে বিশ্বকাপের দ্বিতীয় সর্বনিম্ন রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস।

সর্বনিম্ন রানের রেকর্ডটিও নেদারল্যান্ডসেরই। ২০১৪ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষেই মাত্র ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল ডাচ দল। অন্যদিকে, সর্বনিম্ন রানে অলআউট করার প্রথম তিনটি কীর্তিও শ্রীলঙ্কার। ২০১৪ সালে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করেছিল দ্বীপ-দেশটি।

সবমিলিয়ে এটা ষষ্ঠ সর্বনিম্ন রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি তুরস্কের। ২০১৯ সালে চেক রিপাবলিকের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয়েছিল তুরস্ক।

এদিন ডাচদের পক্ষে একমাত্র দুই অঙ্ক স্পর্শ করা কলিন করেছেন ১১ রান। শ্রীলঙ্কার পক্ষে তিন ওভার বল করে মাত্র সাত রান খরচ করে তিন উইকেট শিকার করেন কুমারা। তিন ওভার বল করে নয় রানের বিনিময়ে তিনটি শিকার হাসারাঙ্গার। এক ওভার বল করে দুই উইকেট পেয়েছেন ঠিক্সানা।

লক্ষ্য তাড়ায় শুরুটা অবশ্য ভালো হয়নি শ্রীলঙ্কার। শুরুতেই খালি হাতে ফিরে যান ওপেনার পাথুম নিসাঙ্কা। এরপর আরেক ওপেনার কুশল পেরেরা ২৪ রানের জুটি গড়েন চারিথ আসালাঙ্কাকে নিয়ে; সেখানে মাত্র ছয় রান করেছেন আসালাঙ্কা। তাঁর বিদায়ের পরে বাকি কাজ আভিস্কা ফের্নান্ডোকে নিয়ে শেষ করেন পেরেরা। ২৪ বলে ছয়টি চারে ৩৩ রান করেছেন এই ওপেনার।

Loading...