loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, সুস্থতা বেড়েছে


দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে, সুস্থতা বেড়েছে

বাংলাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসজনিত মৃত্যু ও শনাক্ত কমেছে; সুস্থতা বেড়েছে। শুক্রবার (২২ অক্টোবর) করোনা-শনাক্তের হার কমেছে ০.১৫ শতাংশ। এর আগের দিন কোভিড-১৯ শনাক্তের হার ছিল ১.৫১ শতাংশ, যা শুক্রবার কমে হয়েছে ১.৩৬ শতাংশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ-তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় ১৭,১০০ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছেন ২৩২ জন। এর আগের দিন ১৬,০৮৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২৪৩ জন।

দেশে এ-পর্যন্ত ১ কোটি ১ লাখ ৮৮ হাজার ৬২৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জন। শনাক্তের বর্তমান হার ১৫.৩৮ শতাংশ।

অধিদপ্তর জানায়, করোনা-আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় চারজন মারা গেছেন। আগের দিন মৃত্যু হয়েছিল ১০ জনের। এদিন মৃতদের মধ্যে পুরুষ দুইজন ও নারী দুইজন। এ-নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা হলো ২৭,৮০৫ জন। মৃত্যুর বর্তমান হার ১.৭৭ শতাংশ।

ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯,৭১৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১২১ জন। শনাক্তের বর্তমান হার ১.২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১.৬৭ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় কেউ মৃত্যুবরণ করেননি। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে দুইজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা-আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। সুস্থতার বর্তমান হার ৯৭.৬৭ শতাংশ। আগেরদিন এই হার ছিল ৯৭.৬৫ শতাংশ। দেশে এ-পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন।

Loading...