loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারালো ইংল্যান্ড


শিরোপাধারী ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারালো ইংল্যান্ড

ইংল্যান্ডের আদিল রশিদ ও মইন আলির স্পিনে ছারখার হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। শনিবার (২৩ অক্টোবর) সুপার টুয়েলভ-এ গ্রুপ-১-এর ম্যাচে মাত্র ৫৫ রানে অলআউট হয়ে ইংল্যান্ডের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছে শিরোপাধারী দেশটি।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৪.২ ওভারে ৫৫ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ও নিজেদের সর্বনিম্ন রানের লজ্জায় পড়লো দু’বারের চ্যাম্পিয়নরা।

টি-২০ বিশ্বকাপে এই প্রথম ওয়েস্ট ইন্ডিজকে হারালো ইংল্যান্ড। এর আগে পাঁচবার মোকাবেলায় প্রতিবারই জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

টি-টোয়েন্টির ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রান এখন ওয়েস্ট ইন্ডিজের; প্রথমটি ৪৫ রানের। ২০১৯ সালে ইংল্যান্ডের কাছেই সর্বনিম্ন রানে গুটিয়ে গিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।

এদিন লজ্জা পাওয়ার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শুধুমাত্র ক্রিস গেইল দুই অংক ছুঁতে পেরেছেন। আর কোনো ব্যাটারই ডাবল ফিগারে যেতে পারেননি। ১৩ বলে ১৩ রান করেছেন গেইল।দলের অন্য ব্যাটারদের মধ্যে লেন্ডন সিমন্স তিন, এভিন লুইস ছয়, শিম্রোন হেটমায়ার নয়, ডোয়াইন ব্রাভো পাঁচ, নিকোলাস পুরান এক, অধিনায়ক কাইরন পোলার্ড ছয়, আন্দ্রে রাসেল শূন্য, 

ওবেড ম্যাক্কয় শূন্য, রবি রামপল তিন ও আকিল হোসেন অপরাজিত ছয় রান করেন।

ইংল্যান্ডের পক্ষে রশিদ ২.২ ওভার বল করে দুই রান দিয়ে চার উইকেট শিকার করেছেন। মঈন-মিল্স ১৭ রান দিয়ে পেয়েছেন দুইটি করে উইকেট।

৫৬ রানের লক্ষ্য স্পর্শ করতে শুরুটা ভালো না হলেও সমস্যায় পড়তে হয়নি ইংল্যান্ডকে। ৭০ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংলিশ দল। ওপেনার জেসন রয় ১১, জনি বেয়ারস্টো নয়, মইন তিন ও লিয়াম লিভিংস্টোন এক রান করেছেন। আরেক ওপেনার জশ বাটলার ও অধিনায়ক ইয়োইন মরগান দলের জয় নিশ্চিত করেন। বাটলার ২৪ ও মরগান অপরাজিত ছিলেন সাত রানে।

ওয়েস্ট ইন্ডিজের আকিল দুইটি উইকেট পেয়েছেন। এদিন ম্যাচ-সেরা হয়েছেন ইংল্যান্ডের মইন আলি।

২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে নাটকীয়ভাবে ট্রফি হারিয়েছিল ইংল্যান্ড।

Loading...