loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

শেষ ওভারের জয়ে বিশ্বকাপ শুরু হলো অস্ট্রেলিয়ার


শেষ ওভারের জয়ে বিশ্বকাপ শুরু হলো অস্ট্রেলিয়ার

কষ্টার্জিত এক জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করলো অস্ট্রেলিয়া। শনিবার (২৩ অক্টোবর) সুপার টুয়েলভে গ্রুপ-১ এ নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে পাঁচ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। স্বল্প সংগ্রহের বিপক্ষেও অস্ট্রেলিয়াকে জয়ের স্বাদ পেতে হয়েছে ইনিংসের শেষ ওভারের শেষে  গিয়ে।

এদিন আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং বেছে নেয় অস্ট্রেলিয়া। পেসার মিচেল স্টার্কের করা ইনিংসের প্রথম ওভারে দুইটি চারসহ ১১ রান করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। তবে, পরের ওভারেই সাত বলে ১২ রান করা বাভুমা শিকার হন অসি স্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের।

স্টার্কের শুরুটা ভালো না হওয়ায়, জশ হ্যাজেলউডকে আক্রমণে আনেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিজের প্রথম দুই ওভারেই দুই উইকেট তুলে নেন হ্যাজেলউড। কুইন্টন ডি কক সাত ও রাসি ভান ডার ডুসেন দুই রান করে হ্যাজেলউডের শিকার হন। ফলে, ২৩ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

দলীয় ৪৬ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত ১৩ রানে আউট হন হেনরিচ ক্লাসেন; শিকার হন প্যাট কামিন্সের। আট ওভারের মধ্যে উপরের সারির চার ব্যাটারকে হারানোর চাপ পরে আর সামলে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার পরের দিকের ব্যাটাররা। যাহোক, এক প্রান্ত আগলে দলকে শতাধিক রানের সংগ্রহ এনে দেন চার নম্বরে নামা আইডেন মার্করাম।

শেষ পর্যন্ত মার্করামের ৩৬ বলে ৪০ ও শেষদিকে কাগিসো রাবাদার অপরাজিত ১৯ রানের সুবাদে ২০ ওভারে নয় উইকেটে ১১৮ রান করতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার স্টার্ক-হ্যাজেলউড ও এডাম জাম্পা দুইটি করে উইকেট পেয়েছেন।

জয়ের জন্য ১১৯ রানের সহজ টার্গেটে ভালো শুরু হয়নি অস্ট্রেলিয়ার। ৩৮ রান তুলতেই তিন উইকেট হারিয়েছে দলটি। ডেভিড ওয়ার্নার ১৪, অধিনায়ক ফিঞ্চ শূন্য ও মিচেল মার্শ ১১ রান করে ফিরেছেন। এরপর ৪০ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে খেলায় ফেরান স্টিভেন স্মিথ ও ম্যাক্সওয়েল। অবশ্য, এক রানের ব্যবধানে এই দু’জনই বিদায় নেন। স্মিথ ৩৫ ও ম্যাক্সি ১৮ রান করেছেন।

৮১ রানে পঞ্চম উইকেট পতনের পরে হাল ধরেন মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। দক্ষিণ আফ্রিকার বোলারদের উপর চড়াও হয়ে খেলে ২৬ বলে অবিচ্ছিন্ন ৪০ রান করে দুই বল বাকী রেখে অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করেন স্টয়নিস ও ওয়েড।

স্টয়নিস ১৬ বলে অপরাজিত ২৪ ও ওয়েড ১০ বলে অপরাজিত ১৫ রান করেছেন। দক্ষিণ আফ্রিকার এনরিচ নর্টি দুই উইকেট শিকার করেন।

এদিন ম্যাচ-সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড।

Loading...