loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

সিলিন ডিওনের উত্তর-আমেরিকা সফর বাতিল


সিলিন ডিওনের উত্তর-আমেরিকা সফর বাতিল

অসুস্থতা পিছু ছাড়ছে না ক্যানাডিয়ান সঙ্গীত তারকা সিলিন ডিওনের। পঞ্চাশোর্ধ্ব এই গায়িকা শনিবার (১৫ জানুয়ারি) নিজের স্বাস্থ্যসমস্যা উল্লেখ করে জানিয়েছেন, তিনি আগামী মার্চ-এপ্রিলের জন্য নির্ধারিত উত্তর-আমেরিকা টুরে পারফর্ম করতে পারবেন না। সামাজিক যোগাযােগ মাধ্যমে সিলিন জানান, তিনি সত্যিই আশা করেছিলেন যে, তাঁর পক্ষে এখনই সেখানে যাওয়ার মতো সুস্থ হয়ে ওঠা সম্ভব হবে। কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

সিলিন আগামী মার্চ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ১৫টি নগরীতে দুইমাসব্যাপী কনসার্ট করার আশা করছিলেন। তাঁর ব্যবস্থাপনা এক বিবৃতিতে জানায়, সিলিনের সেরে উঠতে বেশি সময় লাগার কারণে সেগুলো বাতিল করা হয়েছে। তিনি এখন ইংল্যান্ডের বার্মিংহামে ২৫ মে পারফর্ম করার মধ্যদিয়ে ইউরোপ সফরের পরিকল্পনা করছেন।

এর আগে, করোনা-মহামারির কারণে বেশ কিছুদিন বিরতি নিয়ে গত নভেম্বরে সিলিন লাস ভেগাস থেকে শুরু করে দুই-চার মাসব্যাপী বিশ্বভ্রমণের পরিকল্পনা করেছিলেন। যাহােক, তিনি সেই সময়ও এক টুইটার বার্তায় জানান, পেশির গুরুতর খিঁচুনির কারণে অক্টোবরেই তাঁর ভ্রমণ-সূচি বাতিল করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সিলিন ২০২০-এর মার্চের মধ্যে তাঁর ‘কারেজ ওয়ার্ল্ড টুর’-এর অংশ হিসাবে ৫২টি শো করেছেন।

Loading...