loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু


সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা শুরু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটির উদ্যোগে চালু হয়েছে সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিসিসি অডিটোরিয়ামে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটির উদ্যোগে, তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় সুবর্ণ জয়ন্তী ওয়েবসাইট ও সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা উদ্বােধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের উদ্দেশ্যে মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা হিসেবে বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত করার প্রত্যয়ে স্বাধীনতার ৫০তম বছর উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মাধ্যমে গ্রহণ করা হচ্ছে বিভিন্ন ধরনের উদ্যোগ। ২০২০ সালের ১৪ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের জন্য মন্ত্রিসভা কমিটি গঠন করে। কমিটিতে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে সাচিবিক এবং মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

মঙ্গলবারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনে মন্ত্রিসভা কমিটির সদস্য সচিব তপন কান্তি ঘোষ এবং কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আব্দুল মান্নান।

এই কমিটি সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে দেশব্যাপী নানা উদ্যোগ গ্রহণ করেছে। ‘সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা’ ও সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট সেই উদ্যোগেরই অংশ।

অনুষ্ঠানে বলা হয়, কুইজে অংশগ্রহণ করতে ২৫ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত bangladesh50.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত। এতে অংশ নেওয়ার জন্য তিনটি গ্রুপ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ‘ক’ গ্রুপে আট থেকে ১২ বছর বয়সীরা, ‘খ’ গ্রুপে ১৩ থেকে ১৮ বছর বয়সীরা এবং ‘গ’ গ্রুপে ১৯ বছর থেকে এর বেশি বয়সীরা অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপ ১ মার্চ, ‘খ’ গ্রুপ ২ মার্চ এবং ‘গ’ গ্রুপ ৩ মার্চ অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতার সময় সন্ধ্যা সাতটা থেকে রাত আটটা পর্যন্ত।

ভুল বা মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে। একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন। সকল প্রশ্নের মান সমান (১ পয়েন্ট)। তবে, প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ (০.২৫) পয়েন্ট কাটা যাবে। সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই (এমসিকিউ) করতে হবে।

কম সময়ে সর্বোচ্চসংখ্যক উত্তরদাতার মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে। চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। প্রতিযোগিতা বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তি বা পরিবারবর্গ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন,বাংলাদেশের ভালো সব অর্জনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, যাতে বিশ্ব দরবারে তা সমাদৃত হতে পারে। তিনি বলেন, এই ধরনের কুইজ প্রতিযোগিতা শিশুসহ সব বয়সী মানুষের মাঝে ইতিবাচক মনোভাব তৈরি করার পাশাপাশি মেধার বিকাশ ঘটাবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, এ-ধরনের উদ্যোগ তারুণ্যদীপ্ত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। বিভিন্ন ধরেনের চ্যালেঞ্জ মোকাবিলা করার সক্ষমতা অর্জন করবে এই প্রজন্ম। তিনি আরও বলেন, সুবর্ণ জয়ন্তী অনলাইন কুইজের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস আরও সহজভাবে ও দ্রুত তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে। এর আগে আইসিটি বিভাগ থেকে অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল; যেগুলো তরুণ প্রজন্মের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, গৌরব, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ ও দর্শন সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর সুযোগ দিতে এই আয়োজন।

এই কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ১৫০টির মতো পুরস্কার রয়েছে। এর মধ্যে উন্নতমানের ল্যাপটপ, কোর আই-সেভেনসহ ট্যাব/প্যাড, স্মার্টফোন, স্মার্টঘড়ি ও ব্লু-টুথ স্পিকার রয়েছে।

Loading...