loader image for Bangladeshinfo

শিরোনাম

  • শেষ মুহূর্তের গোলে ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

  • আর্সেনালের কাছে পাঁচ গোলে উড়িয়ে গেলো চেল্সি

  • হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

  • বেপজা অর্থনৈতিক জোনে চীনা কোম্পানির ১৯.৯৭ মি. ডলার বিনিয়োগ

  • কাতারের আমিরের ঢাকা ত্যাগ

রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন


রাষ্ট্রীয় মর্যাদায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন

কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের শেষকৃত্য রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শেষকৃত্যের আগে মরদেহ ঢেকে রাখা ভারতের জাতীয় পতাকা তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। লতা মঙ্গেশকরের ভাই হৃদয়নাথ মঙ্গেশকর শেষকৃত্যানুষ্ঠানে মরদেহের মুখাগ্নি করেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যের আগে শিবাজি পার্কে যান এবং মঙ্গেশকর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন।

কিংবদন্তিকে বিদায় জানাতে মহারাষ্ট্রের গভর্নর ভগত সিং কোশিয়ারি, মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, ডেপুটি মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, এনসিপি প্রধান শারদ পাওয়ার, সুপারস্টার শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, গীতিকার জাভেদ আখতার, ক্রিকেটার শচীন টেন্ডুলকার প্রমুখ উপস্থিত ছিলেন।

৯২ বছর বয়সী এই কণ্ঠশিল্পীর করোনা শনাক্তের পর গত ৯ জানুয়ারি দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রোববার সকালে তিনি মৃত্যুবরণ করেন।

লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার। তাঁর প্রতি শ্রদ্ধার শেষ চিহ্ন হিসেবে আগামী দুই দিন ভারতের জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলেও জানানো হয়েছে।

Loading...