loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ


প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনারের শপথ গ্রহণ

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং চার জন নির্বাচন কমিশনার – বেগম রাশিদা সুলতানা (অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, মো. আলমগীর (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) ও আনিছুর রহমান (অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব) – রোববার (২৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ করেছেন।

তাঁদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর। এ-সময় সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের বিচারপতিগণ, সুপ্রিমকোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, নির্বাচন কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সিইসি ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দিয়েছেন। তাঁদের নিয়োগের ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্বাধীনতার পরে এবারই প্রথম আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলো। এজন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

Loading...