loader image for Bangladeshinfo

শিরোনাম

  • তৃতীয় ধাপে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ ২৯ মে

  • সিটিকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল

  • আর্সেনালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

  • ‘রাজকুমার’ যুক্তরাষ্ট্র ও ক্যানাডার ৭৫ থিয়েটারে

  • ভারতের বিপক্ষে টাইগ্রেসদের দল ঘোষণা

আকাপুলকো শিরোপা জিতলেন নাদাল


আকাপুলকো শিরোপা জিতলেন নাদাল

আকাপুলকো এটিপি (মেক্সিকান ওপেন) শিরোপা জয় করেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রোববার (২৭ ফেব্রুয়ারি) ফাইনালে বিশ্বের ১২ নম্বর র‌্যাঙ্কধারী বৃটিশ তারকা ক্যামেরন নোরিকে ৬-৪, ৬-৪ গেমের সরাসরি সেটে পরাজিত করে শিরোপা জেতেন নাদাল।

অস্ট্রেলিয়ান ওপেনের পরে এটাই নাদালের প্রথম শিরোপা। নাদাল চলতি বছর এখনো অপরাজিত রয়েছেন।

নোরির বিপক্ষে এনিয়ে চতুর্থবারের মোকাবেলায় সবকটিতেই জয়ী হলেন নাদাল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘ক্যামেরন খুবই শক্তিশালী একজন খেলোয়াড়। সে প্রতিপক্ষকে কখনই সহজে খেলতে দেয় না; এটাই তাঁর সবচেয়ে বড় গুণ। এই ম্যাচেও আমি বেশ কয়েকবার খুবই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’

যদিও ক্যারিয়ারের ৯১তম শিরোপা নিশ্চিত করতে বিশ্বের পাঁচ নম্বর তারকার খুব একটা সময় লাগেনি। এর আগে, ২০০৫, ২০১৩ ও ২০২০ সালে নাদাল আকাপুলকোর শিরোপা জয় করেছিলেন। ২০২০ সালের মতোই সরাসরি সেটে তিনি ফাইনালে জয়ী হলেন।

গত বছর অগাস্টে ওয়াশিংটনে তৃতীয় রাউন্ডে লয়েড হ্যারিসের কাছে পরাজিত হওয়ার পরে নাদাল এখনো পর্যন্ত অপরাজিত রয়েছেন। পায়ের ইনজুরির কারণে ওয়াশিংটনের বিদায়ের পরে ২০২১ সালে আর কোর্টে নামা হয়নি নাদালের। এরপর জানুয়ারিতে মেলবোর্নে ফিরে এসে অস্ট্রেলিয়ান ওপেন জয় করে রজার ফেদেরার ও নোভাক জকোভিচকে পেছনে ফেলে রেকর্ড একবিংশ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়েন নাদাল।

Loading...