loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেলো টাইগ্রেসরা


ভারতের কাছে বড় ব্যবধানে হেরে গেলো টাইগ্রেসরা

বাংলাদেশ নারীদের ওয়ানডে ক্রিকেটে কখনোই ভারতকে হারাতে পারেনি। কিন্তু নিউজিল্যান্ডে অনুষ্ঠানরত ওয়ানডে বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার, সালমা খাতুন, জাহানারা খাতুনদের নৈপুণ্যে জয়ের একটা প্রত্যাশা ছিলই। জয় না হোক, অন্তত ভালো লড়াই হবে – এমনটাই আশা ছিল ক্রিকেটপ্রেমীদের। যাহোক, হ্যামিল্টনে মঙ্গলবার (২২ মার্চ) ব্যাট হাতে ব্যর্থ হয়েছে নারীদল। ভারতের কাছে ১১০ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে টাইগ্রেসরা।

অবশ্য, এদিন লক্ষ্যমাত্রাটা খুব একটা কম ছিল না। ২৩০ রানের লক্ষ্যে জয়ের চিন্তায় বাংলাদেশকে ব্যাটিং করতে হতো নিজেদের ছাপিয়ে গিয়েই। সেটি তো হয়ই নি, এদিন নিজেদের সাধারণ খেলাটাও খেলতে পারেননি বাংলাদেশের নারীরা। ভারতের ২২৯ রানের জবাবে শুরু থেকেই এলোমেলো ছিলেন তাঁরা। শারমিন আক্তার, ফারজানা হক, নিগার সুলতানারা ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি।

উদ্বোধনী ব্যাটসম্যান মুর্শিদা বেশিদূর এগোতে পারেননি। ব্যাট হাতে সালমা খাতুন আর লতা মণ্ডল ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। লতা, মুর্শিদা, সালমাদের কল্যাণে অন্তত ১০০ রান পার হতে পেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে এসেছে ১১৯ রান।

নারী ওয়ানডে বিশ্বকাপে এটি ছিল বাংলাদেশের পঞ্চম ম্যাচ। প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পরে তৃতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নিজেদের অভিষেক বিশ্বকাপে প্রথম জয় পেয়েছিল টাইগ্রেসরা। তবে, চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে চার রানে হেরে যায়। আর মঙ্গলবারের ম্যাচে হেরে কার্যত গ্রুপপর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো নারীদলের। অন্যদিকে, ভারতীয় নারী দল সেমিফাইনালে উঠার আশা বাঁচিয়ে রাখলো ভালোভাবেই।

এদিন ভারতের সেরা বোলার ছিলেন স্নেহ রানা। তিনি ১০ ওভার বোলিং করে, দুই মেডেনে ৩০ রান দিয়ে শিকার করেছেন চার উইকেট। অভিজ্ঞ ঝুলন গোস্বামী পেয়েছেন ১৯ রানে দুইটি। দুই উইকেট নিয়েছেন পুজা বস্ত্রাকরও। একটি করে উইকেট পেয়েছেন পুনম যাদব ও রাজেশ্বরী গায়কোয়াড়।

বিশ্বকাপে আর দুটি খেলা বাকি বাংলাদেশের। সেই দুটিও নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ দুই দল – ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পাঁচ ম্যাচ খেলে একটি জয় ও চার পরাজয়ে দুই পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে বাংলাদেশ।

Loading...