loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু


অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যু

টালিউড অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (৫৮) আর নেই। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, বুধবার (২৩ মার্চ) রাতে একটি চ্যানেলের শুটিংয়ে ছিলেন অভিনেতা। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থাতে ফিরে যান বাড়িতে। রাতে বাড়িতেই শুরু হয় চিকিৎসা। স্যালাইন দেওয়া হয়। রাত একটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা।

১৯৬৪ সালের ৩ এপ্রিল জন্মগ্রহণ করেন অভিষেক চট্টোপাধ্যায়। তাঁর প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হলো ‘পথভোলা’। আলোচিত অন্য ছবির মধ্যে রয়েছে – ‘অমর প্রেম’, ‘মায়াবিনী’, ‘আবির্ভাব’, ‘সংঘর্ষ’, ‘আলো’, ‘ফিরিয়ে দাও’। বর্তমানে যুক্ত ছিলেন ছিলেন স্টার জলসায় প্রচারিত ধারাবাহিক নাটক ‘খড়কুটো’র সঙ্গে।

অভিষেকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Loading...