loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু


জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ শুরু

‘সুবর্ণজয়ন্তী তীর ত্রয়োদশ জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ’ রোববার (২৭ মার্চ) টঙ্গীস্থ শহীদ আহসানউল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে শুরু হয়েছে। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় এই চ্যাম্পিয়নশিপে দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, সার্ভিসেস সংস্থা, বিকেএসপি ও ক্লাবসহ মোট ৪৫টি দলের ১৯৬ জন নারী ও পুরুষ আরচার অংশ নিচ্ছে। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে  হচ্ছে এই প্রতিযোগিতা। খবর স্থানীয় সংবাদ মাধ্যমের।

উদ্বোধনী দিনে রিকার্ভ পুরুষ ও নারী এবং কম্পাউন্ড পুরুষ ও নারী কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা শেষে রিকার্ভ পুরুষ একক ইভেন্টের ১/২৪ এলিমিনেশন (নক-আউট) রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।

এর আগে, প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ-সময় সিটি গ্রুপের র্নিবাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ফেডারেশনের সভাপতি লে: জেনারেল মো. মইনুল ইসলাম (অব:) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Loading...