loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

মঙ্গলবার মিরপুরে তিন ঘণ্টা গান শোনাবেন এ আর রহমান


মঙ্গলবার মিরপুরে তিন ঘণ্টা গান শোনাবেন এ আর রহমান

করোনা-অতিমারির কারণে অনুষ্ঠানটি স্থগিত ছিল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এ আর রহমানের কনসার্ট অবশেষে হতে যাচ্ছে মঙ্গলবার (২৯ মার্চ)। অস্কারজয়ী ভারতীয় শিল্পী এ আর রহমান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বহু কাঙ্ক্ষিত এই কনসার্টে তিন ঘণ্টা সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১,০০০, ৫,০০০ ও ১০,০০০ টাকা মূল্যের তিন ক্যাটাগরির প্রায় ১৪ হাজার টিকিট বিক্রি করা হবে জানা গেছে। সোমবার (২৮ মার্চ) শুরু হয়েছে অনুষ্ঠানের টিকিট বিক্রি; মঙ্গলবারও টিকিট পাওয়া যাবে।

অনুষ্ঠানে দেশের জনপ্রিয় শিল্পী মমতাজও গান গাইবেন। পরিবেশনা থাকবে বিখ্যাত ব্যান্ড ‘মাইল্স’-এরও।

এই আয়োজনে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এ আর রহমান। মঞ্চে তাঁকে দেখা যাবে সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত।

জানা গেছে, পুরো অনুষ্ঠান দুই ভাগে ভাগ করা হবে। বিকেল পাঁচটা থেকে ঘণ্টা দেড়েকের অনুষ্ঠান; আর সন্ধ্যা সাতটা থেকে ১০টা পর্যন্ত এ আর রহমানের কনসার্ট। বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গান গাইবেন এ আর রহমান। একটি বাংলায়, একটি হিন্দিতে।

২৪০ জনের এক বহর নিয়ে রোববার রাতে ঢাকায় এসেছেন এ আর রহমান। মিরপুর স্টেডিয়ামে রিহার্সেলও হয়েছে তাঁদের।

Loading...