loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ক্রিকেট সেলেব্রেট্স মুজিব হান্ড্রেড’ কনসার্ট


ঢাকায় অনুষ্ঠিত হলো ‘ক্রিকেট সেলেব্রেট্স মুজিব হান্ড্রেড’ কনসার্ট

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৯ মার্চ) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো ‘ক্রিকেট সেলেব্রেট্স মুজিব হান্ড্রেড’ কনসার্ট কনসার্ট। বিকেল ৫টা ২০মিনিটে কনসার্টটি শুরু হয়।

রাত প্রায় সাড়ে নয়টায় মঞ্চে গান পরিবেশন শুরু করেন উপমহাদেশের প্রখ্যাত সুরকার ও অস্কারজয়ী সংগীতশিল্পী এআর রহমান। অস্কারজয়ী এই সংগীতজ্ঞের গান স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এআর রহমানের মঞ্চে ওঠার আধাঘণ্টা আগে ভেনুতে উপস্থিত হন তিনি।

বেশ রাত অবধি প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করেন এআর রহমান। পুরো দল নিয়ে ৩৫টির মতো গান পরিবেশন করেছেন তিনি। এর মধ্যে বাংলা গানও রয়েছে। তবে, সব গানকে ছাপিয়ে গেছে তাঁর কণ্ঠে ধ্বনিত ‘জয় বাংলা’ গানটি। বিখ্যাত এই সুরকারের কম্পোজিশনে ও কণ্ঠে ‘আজও শুনি হর্ষধ্বনি হাওয়ায় হাওয়ায়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলাদেশ’ গানটি হৃদয় ছুঁয়ে দেয় শ্রোতাদের।

গান পরিবেশনের সময় শ্রোতারাও হর্ষধ্বনি দিয়ে এআর রহমানকে অভিনন্দন জানান। গানের শেষে করতালি ও উল্লাসধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। 

এআর রহমানের আগে মঞ্চে পারফর্ম করেন মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।

বিকেলে কনসার্ট শুরুর পরে প্রথম মঞ্চে উঠে ব্যান্ডদল মাইল্স। এরপর আসেন মমতাজ। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৃষ্টি বাধায় থেমে যায় কনসার্ট; ভোগান্তিতে পড়েন দর্শক-শ্রোতারা। বৃষ্টি থেকে বাঁচতে অনেককে চেয়ার মাথায় তুলে ছুটোছুটি করতেও দেখা গেছে। কেউবা ব্যাগ, কেউবা ককশিটের বক্স মাথায় দিয়ে বৃষ্টি থেকে নিজেদের রক্ষা করেন। 

বৃষ্টি থামলে ফের মমতাজের গান দিয়ে শুরু হয় কনসার্ট।

Loading...