loader image for Bangladeshinfo

শিরোনাম

  • মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের ২০তম শিরোপা জয়

  • লেভাকুজেনের ৪৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড

  • ফুলহ্যামকে হারিয়ে শিরোপা লড়াইয়ে লিভারপুল

  • তাইওয়ানে আবারও ভূমিকম্পের আঘাত

  • প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরকালে পাঁচটি দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা

সপ্তমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া


সপ্তমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

আবারো আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ফাইনালে রোববার (৩ এপ্রিল) ইংল্যান্ডকে ৭১ রানে হারিয়েছে দলটি। এবার পুরো টুর্নামেন্টে অজি নারীদের হারাতে পারেনি কেউই। নারীদের ওয়ানডে বিশ্বকাপে এটি দেশটির সপ্তম শিরোপা।

অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ন্যাট স্কিভারের অপরাজিত ১৪৮ রানের কল্যাণে ৪৩.৪ ওভারে ২৮৫ রান পর্যন্ত যেতে সক্ষম হয় ইংলিশরা।  ১২১ বলে ১৫টি চার ও একটি ছক্কায় স্কিভার তাঁর ইনিংসটি সাজান। এছাড়া ট্যামি ব্যাওমন্ট ২৭, অধিনায়ক হ্যাথার নাইট ২৬ ও সোফিয়া ডাঙ্কলে ২২ রান করেন। অজিদের পক্ষে তিনটি করে উইকেট নেন অ্যালানা কিং ও জেস জোনাসেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে তাণ্ডব চালান অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি। ইংলিশ বোলারদের বেধড়ক পিটিয়ে ১৩৮ বলে ১৭০ রানের ইনিংস খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

হিলির ইনিংসে কোনো ছক্কা ছিল না, ছিল ২৬টি চার। তাঁর ওপেনিং পার্টনার র‌্যাচেল হায়নেসও খেলেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেছেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় পাঁচ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।

এবার ছিল নারীদের ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসর। এবারই প্রথম অংশগ্রহণ করেছে বাংলাদেশ দল। আট দলের মধ্যে সপ্তম হয়ে বিশ্বকাপ মিশন শেষ করে নিগার-রুমানা-জাহানারারা।

Loading...