loader image for Bangladeshinfo

শিরোনাম

  • লিভারপুল হারলো এভারটনের কাছে, ম্যানইউ-এর শেফিল্ড-বাধা অতিক্রম

  • শুরু হলো স্বাধীনতা দিবস জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা ২০২৪

  • জাভি এই মৌসুম শেষেই বার্সা ছাড়বেন না

  • নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি

  • ইতালিয়ান কাপের ফাইনালে ইউভেন্টাস

৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড: সিল্ক সনিক ও অলিভিয়া রদ্রিগো উজ্জ্বলতর


৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ড: সিল্ক সনিক ও অলিভিয়া রদ্রিগো উজ্জ্বলতর

অলিভিয়া রদ্রিগো

যুক্তরাষ্ট্রে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরেনায় রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার, ৪ এপ্রিল ভোর) অনুষ্ঠিত হলো বিশ্ব সংগীতের সবচেয়ে বড় পুরস্কারের আসর ৬৪তম গ্র্যামি অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন। এবারের আসরে উপস্থিত ছিলেন লেডি গাগা, জাস্টিন বিবার, কানিয়ে ওয়েস্ট, বিলি আইলিশ, এআর রহমানসহ আরও বিশ্বসংগীতের বড় তারকারা।

এবারের আসরে সেরা গান নির্বাচিত হয়েছে সিল্ক সনিকের ‘লিভ দি ডোর ওপেন’। ‘রেকর্ড অফ দি ইয়ার’, ‘আর অ্যান্ড বি পারফরমেন্স’ ও ‘আর অ্যান্ড বি সং’ ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে সিল্ক সনিক। বছরের সেরা অ্যালবাম নির্বাচিত হয়েছে জন বাতিস্তের ‘উই আর’। 

এছাড়া, অন্যান্য বিভাগে যাঁরা সেরা নির্বাচিত হয়েছেন, তাঁরা হলেন: নতুন শিল্পী – অলিভিয়া রদ্রিগো, পপ সলো পারফর্মেন্স – ‘ড্রাইভারস লাইসেন্স (অলিভিয়া রদ্রিগো), গ্রুপ পারফর্মেন্স – ‘কিস মি মোর (ডোজা ক্যাট ফিয়াট এসজেডএ), ট্রেডিশনাল পপ ভোকাল অ্যালবাম – ‘লাভ ফর সেল’ (টনি বেনেট অ্যান্ড লেডি গাগা), পপ ভোকাল অ্যালবাম – ‘সউর’ (অলিভিয়া রদ্রিগো), ড্যান্স রেকর্ডিং – ‘অ্যালাইভ’ (রুফুর দু সোল), র‌্যাপ অ্যালবাম – ‘কল মি ইফ ইউ গেট লস্ট’ (টেইলর, দি ক্রিয়েটর), র‌্যাপ পারফর্মেন্স – ‘ফ্যামিলি টাইস’ (বেবি কিম, কেন্ড্রিক লেমার), র‌্যাপ সং – ‘জেইল’ (কানিয়ে ওয়েস্ট, জে-জেড), ল্যাটিন পপ অ্যালবাম – ‘মেনডো’ (অ্যালেক্স কিউবা), মিউজিকা আরবানা অ্যালবাম – ‘এল আল্টিমো টুর ডেল মানডো’ (বেড বানি), আমেরিকান রুটস পারফর্মেন্স – ‘ক্রাই’ (জন বাতিস্তে), আর অ্যান্ড বি পারফর্মেন্স – ‘লিভ দি ডোর ওপেন’ (সিল্ক সনিক), আর অ্যান্ড বি সং – ‘লিভ দি ডোর ওপেন’ (সিল্ক সনিক), আর অ্যান্ড বি অ্যালবাম – ‘হিয়াক্স টেল্স (জাজমাইন সুলিভান), কান্ট্রি সলো পারফর্মেন্স – ‘ইউ শুড প্রবাব্লি লিভ’ (ক্রিস স্টেপল্টন), কান্টি গ্রুপ পারফর্মেন্স – ‘ইয়ংগার মি’ (ব্রাদার্স অসবর্ন), কান্ট্রি সং – ‘কোল্ড’ (ক্রিস স্টেপল্টন), কান্ট্রি অ্যালবাম – ‘স্টার্টিং ওভার’ (ক্রিস স্টেপল্টন), রক পারফর্মেন্স – ‘মেকিং অ্যা ফায়ার’ (ফু ফাইটার্স), রক সং – ‘ওয়েটিং অন অ্যা ওয়ার’ (ফু ফাইটার্স), রক অ্যালবাম – ‘মেডিসিন অ্যাট মিডনাইট’ (ফু ফাইটার্স)।

Loading...