loader image for Bangladeshinfo

শিরোনাম

  • কুমিল্লা ইপিজেড-এ চামড়া কারখানা করবে চীনা প্রতিষ্ঠান

  • নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা

  • অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো টাইগ্রেসরা

  • ১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে: প্রধানমন্ত্রী

  • প্রীতি ম্যাচে পিছিয়ে পড়েও আর্জেন্টিনার জয়

১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ


১০ বছরের জন্য নিষিদ্ধ হলেন উইল স্মিথ

অস্কারসহ অ্যাকাডেমির অন্যান্য অনুষ্ঠান থেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে আমেরিকান অভিনেতা উইল স্মিথকে। ৯৪তম অস্কারের মঞ্চে উপস্থাপক ক্রিস রককে চড় মারার কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়লেন স্মিথ। শুক্রবার (৮ এপ্রিল) অস্কার অনুষ্ঠানের পরিচালনা সংস্থা দি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অফ মোশন পিক্চার আর্টস অ্যান্ড সায়েন্স ভার্চুয়াল এক সভায় এই ঘোষণা দেয়। খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের।

এক বিবৃতিতে অ্যাকাডেমি জানিয়েছে, চড়ের ঘটনায় অ্যাকাডেমি যথাযথভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি। এই নজিরবিহীন ঘটনার জন্য সংস্থাটি প্রস্তুত ছিল না। এজন্য ক্ষমাপ্রার্থনা করেছে অ্যাকাডেমি।

বিবৃতিতে ক্রিস রককে ঘটনার পর তাঁর ধৈর্যের জন্যও ধন্যবাদ জানিয়েছে অ্যাকাডেমি।

এর আগে, অস্কারের ৯৪তম আসরে লস এঞ্জেলেসের ডলবি থিয়েটারে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে মঞ্চে চড় মারেন উইল স্মিথ। স্মিথের স্ত্রীকে নিয়ে কৌতুক করায় তিনি এই ঘটনা ঘটান। অস্কারের মঞ্চে ওই ঘটনার পরে স্মিথ একাডেমি এবং রকের কাছে ক্ষমা চেয়েছিলেন। ওই ঘটনার কয়েক মিনিট পর স্মিথকে অস্কারে সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়।

‘কিং রিচার্ড’ এ অভিনয়ের জন্য উইল স্মিথের সেরা অভিনেতার অস্কার পুরস্কারটি বহাল রয়েছে।

Loading...